হঠাতই এক প্রকান্ড পাতাহীন বৃক্ষ থেকে
আঁধার রাজ্যের পাখিগুলো উড়ে যায়,
পাখিগুলো মিশমিশে কাল, হয়ত প্রকান্ড কাকের মত।
এটা অন্ধকার জগত, চন্দ্র নেই, সূর্য নেই, রূপালী জোছনা নেই।
এখানে প্রজাপতিরাও কাল, হিংস্র, চুষে নেয় রক্ত।
গোলাপগুলোও প্রকান্ড দানবের মত ছুটে আসে রক্তের লালসায়।
পানি নেই, পানির বদলে বিষাক্ত কাল তরল,
তারা প্রাণ নেয়ার নেশায় নৃত্যের তালে তালে ঘূর্নায়মান।
আশ্চর্য! সুমধুর সংগীত শোনা যায়, নিউরনগুলোকে ডুবিয়ে দেয়
অপার্থিব অক্লান্ত নেশায়। এই সংগীতও কি মৃত্যু পিপাসী ঘাতক?
হয়ত তাই। আমি আকাশের দিকে তাকাই,
কাল মেঘে ঢাকা আকাশ, আর মেঘের উপর তুমি দাঁড়িয়ে আছ,
প্রায় ইশ্বরীর মত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



