আমার সাজানো বাগানের শত গোলাপ, জবা,
সূর্যমুখী, আপেল, আঙ্গুরের মাঝে
তুমি রাজকন্যা হয়ে বসে থাক অপার্থিব আলো নিয়ে,
কিন্তু কি নিষ্ঠুর! তুমি চলে যাও
শত শত গোলাপ, আপেল আর আঙ্গুর পাড়িয়ে, মৃদু হেসে হেসে
আমার এ ত্রিমাত্রিক বাগান ভেঙ্গে চুরমার, নিমেষে।
আর যাওয়ার আগে চোখ টিপে আমার হাতে ধরিয়ে দাও
একটি গন্ধম ফল !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



