এসো হৃদয় থেকে হৃদয়ে, ঘর থেকে ঘরে, দরজা থেকে দরজায়,
ছুটে যাই, স্পর্শ করি বাতাস, অসীম আকাশ। ঢুকে যাই নীল সাগরে,
অক্টোপাসকে জড়িয়ে ধরে তুলি সেলফি, হাঙ্গরের সাথে
করি হাসাহাসি। ডলফিনের বাসায় গিয়ে এক চাপ চা খেয়ে আসি।
তিমির পিঠে শুয়ে থাকি সারারাত্রি। এসো গভীরবনে বন্য হই,
আদিবাসীদের সাথে আগুন ঘিরে 'হুলা হুলা' নৃত্য করি। এসো,
চন্দ্র সূর্য , এই গ্যালাক্সি পেরিয়ে অ্যান্ড্রোমিডায় বাঁধি স্বপ্ন-ঘর।
যেখানে ধর্ম নেই, বর্ণ নেই, নীতি নেই রীতি নেই, আছে শুধু
স্রষ্টার ভালবাসা যিনি শুধুই মহান। তবে, এসো মরে যাই
ভালবাসার ভয়ানক ব্যাধিতে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



