বুকের রক্ত দিয়ে তৈরি আমার নদী, সে নদীর ধারে
তুমি বসে আছো পা ডুবিয়ে, পা দুটি করছো রঙিন ।
বন্ধুরা ডাকছে তোমায়, সেখানে নদীর উপর এক বিশাল জাহাজ,
ঠিক যেন টাইটানিক! জাহাজ ছেড়ে দিল,
তোমরা যাচ্ছ হৈ চৈ করে, আনন্দ আনন্দ! সূর্যের আলো লেগে
তোমার সোনালী মুখটা সোনালী আরও! তুমি চোখ বুজে
আলতো হেসে উপভোগ কর রৌদ্র । আরাম খুবই আরাম।
লাল লিপিস্টিক জ্বল জ্বল করে উঠে,যেন ঝিলমিলে অপার্থি মায়া।
জাদুকরী চোখে তুমি আনমনে তাকাও, রক্তে ভেজা নদীর বুকে।
সাথে সাথে নদীতে ঢেউ উঠে। তোমায় অনুভব করে নদীটা।
রক্তগুলো তো আমারই, অনুভব তো করবেই তোমায়।
হ্যাঁ তুমি সেই, তুমি তাই, 'আমারো পরাণো যাহা চায়।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



