পৃথিবীর নরকের এক প্রান্তে অসহায় ক্লান্ত হয়ে
গলিত মাংস, পদদলিত হৃদপিণ্ড,আর থেতলানো মগজ নিয়ে,
ক্ষুধার্ত হায়েনাদের সাথে প্রাণপন যুদ্ধ করে ক্ষতবিক্ষত হয়ে,
কাকের মুখ থেকে মাংসখন্ড খাবলে কেড়ে নিয়ে
কুকুরের কাছ থেকে পাউরুটির টুকরা ছিনিয়ে নিয়ে
ভিক্ষুকের থেকে ভিক্ষার থালা চুরি করে
ক্ষুধা তৃষ্ণার আগুনটাকে কোনমতে নিভিয়ে,
মানুষের ফেলা সিগারেটের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে
চাবুকের আঘাতে রক্তাক্ত হয়ে চামড়া উঠা বুক পিঠ নিয়ে
আবর্জনার স্তূপ থেকে বের হয়ে হাঁসফাঁস করে একটু নিঃশ্বাস নিয়ে,
চাকু দিয়ে চিঁড়ে ফেলা কিডনী, লিভার কোনমতে বাঁচিয়ে রেখে
মাটির সাথে মিশে চারিদিকে মৃত্যুর গন্ধ নিয়ে
উন্মাদ নেশাখোরের হাত থেকে
নেশাটা ছিনতাই করে নিজেই নেশাগ্রস্ত মাতাল হয়ে,
আমি ডাকছি, আমি ডাকছি প্রিয়া তোমাকে। না, কোন সংগীতে নয়,
কোন সুরে নয়, কবিতায় নয়। কন্ঠের শেষকাল এসে দাঁড়িয়েছে।
আমি ডাকছি এমনি শুধু হৃদয়ের চিৎকার দিয়ে,
ডেকে চলছি প্রিয়া তোমায়। আমি ডেকে চলছি......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



