আমার বুকের খাঁচা ভেঙ্গে
কষ্টগুলো পাখির মত উড়ে যাবে তোমার কাছে।
আর বলবে,''দাও! আরও কষ্ট দাও,
নিয়ে যাই আমাদের বহনকারীর বুকে,
ওর বুকে কষ্টের রাজপ্রাসাদ গড়ে তুলি, কি বলো?'
তখন তুমি কেঁদে ফেলবেই। কিন্তু কেঁদো না,
কারণ প্রকৃতি তোমার অশ্রু সহ্য করবে না
সারাক্ষণ তোমার মুখে দুষ্টু মিষ্টি নির্মল হাসিটাই,
প্রকৃতির ভীষণ প্রিয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



