আর্জেন্টাইন বাজপাখি খ্যাত এমিলিয়েনো মার্তিনেজ বাংলাদেশ ঘুরে গেলেন। ঘুরে গেলেন বললে ভুল হবে। হাতেগোনা কয়েকজনের সাথে দেখা করে গেলেন। প্রধানমন্ত্রী, মাশরাফী, পলক ও তাদের স্ত্রী-সন্তান এবং কয়েকজনের সঙ্গে।
কলকাতার এক ক্লাবের উদ্যোগে উপমহাদেশে আসা। মার্তিনেজ নিজেই নাকি বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। উনি জানেন বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত আছে। বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা প্রীতি তো সারাবিশ্বে ফলাও করে প্রচারিত হয়েছে। এর ফলশ্রুতিতে এদেশে আর্জেন্টিনার দূতাবাসও খোলা হয়েছে। দু'দেশের সম্পর্ক দৃঢ় হবে।
মার্তিনেজ এ দেশে আসায় কতটুকু লাভ হয়েছে, সে হিসেবে যাব না। এখানে লাভ-ক্ষতির হিসেব নেই। তবে খারাপ যেটা হলো, ভক্তদের সাথে দেখা হয়নি। যদিও পলক জানাচ্ছেন, মার্তিনেজ নাকি বাংলাদেশ-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলতে চান। এসব তো আকাশ-কুসুম কল্পনা।
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরে অবস্থান করেও মার্তিনেজের সাথে দেখা করতে পারেননি। সুদূর ডেনমার্ক থেকে আসা যুবকটি শুধুমাত্র দেশপ্রেমের জন্য বাংলাদেশ দলে খেলছেন। অথচ ডেনমার্কে কত সযোগ-সুবিধা। আমাদের কর্তা-ব্যক্তিরা নিজেরা দেখা করলেন। একবারও জামাল ভূঁইয়ার মর্যাদর কথা ভাবলেন না। এ জন্যই কোন কবি বলেছিলেন, আমরা দেশি ঠাকুররে পায়ে ঠেলি।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৯