ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১১৫ জন ফিলিস্তিনি এবং আরও অন্তত ২১৬ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ১১৯ জন এবং এক লাখ ২০ হাজার ২১৪ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। এলোপাতাড়ি গুলি চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাসের সদস্যরা।
হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। দ্বিতীয় দফার এ অভিযানে গাজায় নিহত হয়েছেন দুই হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৮ হাজার ১৭৩ জন।
যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।
ইসরায়েলে হামলা করে বেসামরিক মানুষ হত্যার পর অনেকেই বেশ খুশি হয়েছিলেন। এর পরিণতি কী হবে, সেটা ভাবেননি। তখন যারা উসকাচ্ছিলেন বা খুশি হয়েছিলেন, তারা এখন চুপ। গাজায় যে মানুষ না খেয়ে মরছে, পর্যাপ্ত চিকিৎসা নেই; সেসব নিয়ে এখন কোনো কথা নেই। অবশ্য সরব হয়েও লাভ হবে বলে মনে হয় না। যেখানে জাতিসংঘ বা বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর কথাই শোনা হচ্ছে না, সেখানে কোন যদু-মধুর কথা শুনবে ইসরায়েল?
জিম্মিদের ছেড়ে দিলে আর হামাস গাজা ছেড়ে গেলে বোধহয় একটা সম্ভাবনা আছে। কিন্তু হামাস গাজা ছাড়বে না। মনে হয় গাজা পুরোপুরি দখল হয়ে গেলে আর সব মানুষ মারা পড়লে তারা গাজা ছাড়বে।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২৫ সকাল ৯:২৫