মহাবিশ্বে আমরা কি একা ?
যে কোনো দিন রাতের পরিস্কার রাতের আকাশে তাকিয়ে আরো অনেকের মতো আমারও মনে প্রশ্ন জাগে " মহাবিশ্বে আমরা কি একা ? " | আজ থেকে প্রায় ২৫ বছর আগে টিভি সিরিয়াল COSMOS দেখে ছিলাম | কসমস টিভি সিরিয়াল তৈরি হয়েছিল কার্ল সেগান এর জনপ্রিয় বই কসমস থেকেই |
ছায়া পথ , বিশ্ব ব্রম্ভান্ড তারা , উল্কা , ... এদের সৃষ্টি রহস্য ও বয়স আর তার তুলনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র মানুস এর জীবনকাল একবার কেউ উপলব্ধি করতে পারলে এই পৃথিবীর অনেক সমস্যা মিটে যায় | এই বাসা আমার , এই টাকা আমার, এই গাড়ির মালিক তুমি (তাই আমার হিংসা ), আমার উপার্জনের সমস্ত অর্থ বিষয়আসয় আমি মরার সময় সাথে করে নিয়ে যাবো ......... তাইতো আমি অসৎ উপায়ে উপাজন করি, মিথ্যা কথা বলি, অন্য কে কষ্ট দি, নিজের কাজ না করে অন্যর সমালোচনা করি |
অথচ একবারও আমরা আকাশে তাকিয়ে পূর্ণ শশী র শোভা দেখি না , দেখি না প্রকৃতি র সামান্য সুন্দর সৃষ্ঠি , মজা নিতে পারি না এই জগতের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা রসের |....... (চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




