আজ আকাশটা রোদ্রকরোজ্জ্বল নয়,সূর্য মেঘবন্দী নয় ,
জোছনা পূণ্যস্নাত নয় ,পঙ্কিলও নয় ,
বাতাস দুর্বার নয় ,বোহেমিয়ান নয় ,
প্রকৃতিও তামসিক নয় ...............
আজকের দিনটা আটপৌরে নয় ,এমনকি অন্যরকমও নয় ,
তবু আজ দুয়ার খোলা রেখেছি ,
শব্দরা কানাকানি করে আসবে বলে.........
...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




