
যখন কথাগুলো খেই হারায়...
ভুলে যাই কি ছিলো বলার,
ভুলে যাই কথাদের শেষটায় যেটুকুর অপেক্ষা রয়ে যায়!
দেখা হয়না চাঁদপানা ওই বিষাদ বদনের রং চড়া...
দেখা হয়না ম্রিয়মাণ সে লাজুক চপল চোখের অগুনতি হর্ষরেখা।
অদেখাই রয়ে যায় আয়ত নয়নযুগলে প্রথম প্রেমের সুপ্ত ওম,
অদেখা রয় প্রীতিডোরে বাঁধা অজানা কলতান,দূর মধু মায়া লগন...
অধরা থাকে প্রিয়তাসব;
পেলব ঠোঁটেতে আলতো জমা..
অধরা থাকে তবু স্নিগ্ধ মধুপ স্বপ্ন ডানারা মোর; হয়তো শুধুই অলিক মায়াভ্রম!!
সহস্র বাঁক ঘুরে পাওয়া স্বপনেরা যে ভোরে নতুন করে,
জলকেলি করে ফিরে পাওয়া হারানো কল্পলোকের উষ্ণ আঁচড়ে...
পড়ন্ত বিকেলের লম্বাটে ছায়ায় যখন নগর বৈভব বিত্তেরা খাবি খায়!
যখন পঙ্কিলতা ঝেড়ে ফেলে ধরা সান্ধ্য আবিরের ছোঁয়ায়...
আকাশ প্রিয়া আড়ক্ত মুখে রাতের মৌনতা বরণ করে...
ঝেড়ে ফেলে কপট দুঃখবিলাস, ভুলে গিয়ে ও-আয়ত প্রেমসায়রের স্নিগ্ধ স্নান...
সন্ধ্যাতারা জ্বালি দেখতে আবারো, ও দুচোখে আঁকা এ হৃদয়ের ঐকতান...!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




