
অর্থকষ্টের পিড়ন কি প্রকট জানে ভুক্তভুগি
ক্ষুধার তাড়ন কি প্রকট জানে ক্ষুধিত ব্যাক্তিটি...
অর্থ হীন, দুবেলা ভরপেট খাদ্যহীন শুষ্ক যে প্রানটি...
শীর্ণ কায়ায় কাঁপতে থাকা যে ক্ষুরধার করোটি,
সে কি স্বপ্ন দেখা থামিয়ে দেবে...!?
তার রূপালী স্বপ্ন ডানারা কি কোনদিনও তারে নিয়ে উড়াল দেবে...?
জানা নেই...!
জানা নেই তবু স্বপ্ন দেখার নেই মানা,
জানা নেই তবু এ অবেলায় গুচ্ছ স্বপন মেঘেদের কেনো এ আনাগোনা...!?
রোজ প্রভাতের উষ্ণ রবির কুসুম কিরণের মতো করে,
রোজ দুপুরের মধ্য গগণে প্রখর ঝাঁঝালো খরতাপের মতো করে,
রোজ পড়ন্ত বিকেলের ধূসর গোধূলি ছায়ার মতো করে,
রোজ সন্ধ্যার লালিমা মাখা রাঙা আবীরের মতো করে,
নয়তো সফেদ হিম তুষারফেন ঢেউ দানোদের রানীর আঙুল কড়েই...
হয়তো নিশি চাদরের স্নিগ্ধতা ঘিরে আলতো করেই;
সযত্নে আপনমনে বেয়াড়া স্বপনদের মালা গেঁথে যাই...
কিংবা আনমনে নিরালায় মায়া স্বপ্নদের বুফে সাজাই...
যেন স্বপন খাদক কোন চতুর ভীমরুল...!
এলোমেলো ভাবনাদের বেঁধে নিয়ে খুঁদে ডানায়
মধুপ স্বপ্নাকড়ে বসায় মরণ কামড়; যেন ঘেমে নেয়ে একাট্টা হয়ে ক্ষুধিত-আকুল...!
যেন লালচে এলোকেশ পাতলা ভ্রু ঢাকা গোল গোল নূতন চোখের বিশ্বজাঁহার আলপনা আঁকিবুঁকি...
যার মন অলিন্দের দোলনায় দুলে দুলে স্বপ্ন দেখার কোন সীমারেখা টানা নেই!!
সন্ধ্যামালতিরে সাথে লয়ে স্বপন ঘুড়ির রেশমি সুতোদের তাই নাটাই বিহীন করে দেই...

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




