টেলিটক সিম : থ্রিজি অফার : কিছু কথা
তবে মাঝে মাঝে আমাদের জোর করে ‘দিল্লি কা লাড্ডু’ খাওয়ানোর চেষ্টা করা হয়। যেমন- সরকারি বিভিন্ন পরীক্ষায় বাধ্যতামূলকভাবে টেলিটক দিয়ে টাকা জমা দেয়া; এবং অবশেষে আমাদের ভোগান্তি..... যা বলে শেষ করা যাবে না। টেলিটক দিয়ে টাকা পাঠানোর আমি বিরোধিতা করছি না, বরং টেলিটক কিছু টাকা কামালে আমাদের খুশিই লাগার কথা; কারণ এটি আমাদেরই ফোন। কিন্তু কোম্পানি ১০ টাকা কামাই করতে গিয়ে জনগণের ৩০ টাকা ক্ষতি করার কোন মানে হয় না। চুনোপুটি খেয়ে সাধারণ জনগণকে ভোগান্তি করার চেয়ে স্থায়ীভাবে কোম্পানির আয় বাড়ানোর জন্য মোবাইল ব্যবহারকারীদের প্রতি মনোযোগ দিলেই তো হয়। অবশ্য এসমস্ত সুবুদ্ধি দিয়ে লাভ নেই; কারণ আপনারা অনেকেই এ সম্পর্কে লিখেছিলেন।
সামান্য ব্লগিং করে তো আর অতবড় পরিবর্তন আনতে পারবো না! আমরা জনগণরা সারাজীবন ছাগলের তিন নাম্বার বাচ্চা হয়েই থাকা লাগবে আরকি !
যাককে, কাজের কথায় আসি। আমাদের অনেক প্রতীক্ষার ফসল থ্রিজি আসছে। এতে পুরাতন টেলিটক গ্রাহকগণ [যাদের মানিব্যাগের চিপায় বা ড্রয়ারে সিম আছে অথবা এবং যারা শত বাধা পেরিয়ে দেশ প্রেমকে সামনে রেখে এতীমের মতো (গ্রাহক সেবা ব্যতীত) সিমটি ইউজ করে যাচ্ছেন] অগ্রাধিকার ভিত্তিতে থ্রিজি সিম পাবেন। আর নতুনদের জন্য রয়েছে Gravity অফার: যা কিনা একটানা তিনমাস ১৫০০ টাকা ইউজ করে ও তাদের শর্তগুলো পূরণ করলে পাওয়া যেতে পারে।
Gravity অফারটি বিস্তারিত দেখুন:
=============================================
মূল আকর্ষণ: এক সেকেন্ড পাল্স-এর সবচেয়ে আকর্ষণীয় বান্ডল প্যাকেজ
মূল্য: ৫০০ টাকা (ভ্যাটসহ)
সর্বমোট টকটাইম: ৬০০ মিনিট (অন-নেট ৩০০ মিনিট এবং অফ-নেট ৩০০ মিনিট)
সর্বমোট এসএমএস: ২০০টি (অন-নেট ১০০টি এবং অফ-নেট ১০০টি)
বোনাস অফার:
* এই বান্ড অফারের মেয়াদ শেষে প্রত্যেক সফল Gravity ক্লাব সদস্য পাবেন বিনামূল্যে কাঙ্ক্ষিত থ্রিজি (3G) সংযোগ
* Gravity ক্লাব রেজিস্টার্ড সর্বোচ্চ রিচার্জকারীদের ২ মাস পর থেকে অগ্রাধিকার ভিত্তিতে 3G সংযোগ প্রদান করা হবে
* এছাড়াও প্রত্যেক সফল গ্রাহকই পাবেন ১ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ, যা ৩০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
আকর্ষণীয় পুরস্কার প্রদান:
যে সকল গ্রাহক এই বান্ডল অফার একটানা ৩ মাস ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই অফার শেষে লটারির মাধ্যমে নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক ভাগ্যবান গ্রাহক পাবেন বিনামূল্যে 3G সংযোগসহ স্মাট ফোন, ১ মাসের ফ্রি ভিডিও কল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধা
Gravity ক্লাবে যোগদানের নিয়মাবলি ও শর্তাবলি:
* টেলিটকের সকল প্রিপেইড প্যাকেজের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে। * আগ্রহী গ্রাহকের মোবাইলে ন্যূনতম ৫০০ টাকা ব্যারেন্স থাকলে তাঁকে মেসেজ অপশনে গিয়ে Gravity টাইপ করে 666 নম্বরে পাঠাতে হবে। এরপর গ্রাহকের মোবাইল থেকে ১ মাসের জন্য ৫০০ টাকা কেটে নিয়ে তাঁকে Gravity ক্লাকে রেজিস্টার করা হবে। * রেজিস্ট্রেশন করার পর ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বে গ্রাহককে আবার পরবর্তী মাসের জন্য ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত করার জন্য জানানো হবে এবঙ ৩০ দিনের মধ্যে ব্যালেন্স নিশ্চিত করতে হবে। পরবর্তী ২ মাসের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। * ৩০ দিন শেষ হবার ৩ দিনের মধ্যে মোবাইলে ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত না করলে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে গ্রাহক ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত করে নতুনভাবে পূর্বে বর্ণিত নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে গ্রাহককে অবশ্যই পরবর্তী ২ মাস নিরবিচ্ছিন্নভাবে প্রতিমাসে তাঁর মোবাইলে ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত করতে হবে। * প্রাথমিকভাবে এ সুযোগ শুধু ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকা (টঙ্গী, গাজীপুর, সাভার), নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার শহরের জন্য প্রযোজ্য হবে।
সূত্র: টেলিটক
=============================================
এখানেও কিছু তথ্য আছে
আমার কাছে এই Gravity অফারটি অনেক হিজিবিজি এবং পলিসিটা একটুও ভালো লাগেনি, বরং মনে হয়েছে অনেকটা অন্যান্য অপারেটরদের চাপাবাজির মতো। চাপাবাজি শুনে শুনে আমরা এখন বিরক্ত হয়ে গেছি, “এখন চাই সাদাসিদা অফার”।
তবে অফারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা জানাবেন।
আর শেষ কথা হচ্ছে টেলিটক আমাদের দেশের সম্পদ। কোম্পানির প্রতিনিধিগণ যেন এই বিষয়টি মাথায় রাখেন যে, "জোর করে ঘাড়ে চাপিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ঘাড় ব্যথা হয়ে গেলে গ্রাহকগণ এমনিতেই ফেলে দিবে"। সুতরাং আমরা চাই "ভালো ভালো অফার এবং উন্নত গ্রাহক সেবা" ; যেন বাংলাদেশের সকল মোবাইল ব্যবহারকারীই স্বাচ্ছন্দে টেলিটক ব্যবহার করতে রাজি হয়।
আর আশা করব, নিম্নের কোম্পানীগুলোর নামের টাইটেলের মতো যেন টেলিটকের কোন টাইটেল (টাইটেলগুলো সব নেট থেকে নেয়া) যোগ না হয়।
---------------------------
গ্রামীণফোণ (হারামী ফোন)
রবি (তিনধাপ পিছিয়ে)
বাংলালিংক (ভাঙ্গালিংক)
এয়ারটেল (জোঁকের তেল)
সিটিসেল (চিটিংসেল)
---------------------------
(টাইটেলগুলো পড়ে খুবই হেসেছিলাম তাই এখানে দিলাম; যদিও আশা করি সবাই টাইটেলগুলো সম্পর্কে একটু-আধটু আগেই জানেন। তবে কোম্পানির কেউ থাকলে মাইন্ড করবেন না; শুধুমাত্র মজার করার জন্যই টাইটেলগুলো দিলাম)
টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর মন্তব্য করতে কিন্তু অলসতা করবেন না।
মিশন: কাঁসার থালা–বাটি
বড় ভাই–ভাবীর ম্যারেজ ডে। কিছু একটা উপহার দেওয়া দরকার। কিন্তু সমস্যা হলো—ভাই আমার পোশাক–আশাক বা লাইফস্টাইল নিয়ে খুবই উদাসীন। এসব কিনে দেওয়া মানে পুরো টাকা জ্বলে ঠালা! আগের দেওয়া অনেক... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন
J K and Our liberation war১৯৭১


জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
২০০৪ সালের ২১ শে অগাষ্ঠে গ্রেনেড হামলার কারন হিসাবে বলা হয়েছিল , হাসিনা নাকি ভ্যানেটি ব্যাগে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ
বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ
কেন বিএনপি–জামায়াত–তুরস্ক প্রসঙ্গ এখন এত তপ্ত?
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি পরিচিত ভয়–সংস্কৃতি কাজ করেছে—
“র”—ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ে রাজনীতিতে গুজব,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।