উত্সর্গ :
সুপ্রিয়া বন্ধু
ফারজানা আফরিন, রাধা পুষ্প, রাইসা আরিসা, নীল পরী কবিতা, তাহমিনা জান্নাত, মনিরা হক, আনিকা আফরিন _____ দূরে থেকেও, বহু আগে থেকে যারা ধীরে ধীরে, আমাকে নি:শর্ত স্নেহের বন্ধনে জড়িয়েছেন... আপু আপনাদের প্রতি ভালোবাসা...
...............................................................................
তাহার স্পর্শে তাহার গন্ধে তাহার কন্ঠস্বরে
আমার স্পর্শ আমার গন্ধ আমার কন্ঠ মিশে
তাহার সময় হয় না তো শেষ, তাহার সময় জুড়ে
আমি শুধু আমিই থাকি, শুরু এবং শেষে...
তাহার দৈর্ঘ্যে তাহার প্রস্থে উচ্চতার আভাসে
আমার দৈর্ঘ্য আমার প্রস্থ আবীর হয়ে দ্রবে
অবাক আমি চমকে উঠি, হঠাত এত কাছে
তাহায় পেয়ে আঁকড়াতে চাই নয়ন-পল্লবে
তাহার তীক্ষ্ণ দৃষ্টি করে ছিন্নভিন্ন, আর
কি খুঁজে আর কি পেয়ে যায়... নীরব অধিকার !
আমার দৃষ্টি ভীষণ নত, লজ্জা-একাকার...
নীরবে উত্তর দিয়ে যাই নীরব জিজ্ঞাসার...
লক্ষ তারা নেমে আসে, লক্ষ আলোর গান
আবছা ঘরেও তীব্রতরো মহাকাশের প্রাণ...
ভোরের বেলা মধ্যরাত্রি ; শক্ত বাহুর টান
পরম জয়ী ; ঘড়ির কাঁটা পরাজয়ে ম্লান...
.
.
.
.
.
অন্তরা মিতু
নভেম্বর ২য় সপ্তাহ, ২০১০...
.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




