.
প্রকৃতির ভাষা বুঝি না কখনো
মানুষেরও মাঝে মাঝে
বোকা আমি আরো বোকা হয়ে যাই
জ্ঞানহীনতার লাজে
আমি তো বুঝি না, কি করবো তবে,
মিথ্যে দেখাবো ভাব?
ধরা পড়ে গেলে পালাবো কি করে
ভয়ে থাকি চুপচাপ ...
আশেপাশে সব শিক্ষিত নর-
নারী-রা সুবেশে ঘুরে
এরই মাঝে মোর স্বল্প-শিক্ষা
মন খায় কুরে কুরে
অনার্স এম এ-তে ছয়লাব দেশ
পি এইচ ডি আছে নামে
ডাক্তার কেউ , ইঞ্জিনিয়ার
উকিল ডানেতে-বামে...
ইদানীং আছে আরও বহুগুণী
পারসোন মিডিয়ার ;
ইন্টেরিয়রস-ফ্যাশন তত্ত্ব
গুণে-গুণে গুণাকার
মডেল নায়ক কিংবা নায়িকা
গান, লেখা আর খেলা
কতগুণ থাকে মানুষের শুধু
আমারই শূণ্য ঝোলা
ব্যবসায় কেউ কম বয়সেই
সাফল্য পায় হাতে
সরকারী পদ বিসিএসধারী
কত আছে শহরেতে !
নেটওয়ার্কিং সফটওয়্যার আর
ইন্ডেটিং বায়িং
যে কোনো কাজেই, আছেন অনেকেই
সকাল-রাত্রি রানিং...
আমার তো ভাই কোনও গুণই নেই
করি বসে হায় হায়
শিক্ষা-সার্টিফিকেট এ বয়সে
নয়নে দেখাও দায়
বয়স তো গেছে, চেহারাও নাই
(ছিল কি আসলে কভু?)
কর্মে ব্যর্থ, চলনে-বলনে
হলো না কিছুই প্রভু !
এখন আর নাই কোনোই উপায়
অর্থ-যশ তো দূর
বিয়েও হবে না পাত্রপক্ষ
না দেখেই করে দূর ...!
গালে হাত দিয়ে বসে থাকি জেগে
কিছুক্ষণ, তারপরে
ভাবনা-চিন্তা এক ফু এ দিই
উড়িয়ে আকাশজুড়ে...
.
.
.
অন্তরা মিতু
১.৪২ দুপুর
২৯.১০.২০১০
.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




