.
মরণের ক্ষণে তোমায় যেন, নয়ন ভরে দেখতে পাই
বিধির কাছে এ ছাড়া আর, আমার কিছু চাওয়ার নাই
চাঁদের রূপে পাগল সবাই
তবুও সে একা রয়
তোমার মতোন এমন একা
জগতে আর কেহ নয়
চেয়েছিলাম থাকতে সাথে, কেন যে দিলা না ঠাই
মরণের ক্ষণে তোমায় যেন, নয়ন ভরে দেখতে পাই
নদীর বুকে মেঘের ছায়া
তবুও মেঘ নদীর নয়
আমার বুকে তুমি আছো
আমার তবু পরাজয়
জীবনে হলো না পাওয়া, মরণ-কালে যেন পাই
বিধির কাছে এ ছাড়া আর, আমার কিছু চাওয়ার নাই
.
.
.
.
.
written by Antara Mitu
Feb-2009, Dhaka
.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




