-
যখন তুমি বরষায় ভিজে ভিজে হেঁটে চলো, তখন প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তোমার অশ্রু.....
আর, নিশ্চিতভাবেই তুমি অনুভব করো, বহুদূর থেকেও তোমার পকেটের ভেজা সিগারেট আমাকে ঈর্ষান্বিত করে.....
_
জল পড়ে চোখ থেকে কেন টুপটাপ ?
ভুলে যাও ভুলে সব, আজ চুপচাপ
এখনো সময় আছে, স্থির মন নিয়ে
যাও তুমি টানটান সমুখে এগিয়ে ;
অতীতের কথা ভেবে সময় অপচয়
দীর্ঘশ্বাসে রাত জাগা আর নয় ...
ক্ষমা করো - করেছি যা পুণ্য ও পাপ
জানা-অজানায় শুধু ছুঁড়ো অভিশাপ
কেন, বলো ? তোমারে তো আজও ছুঁয়ে আছি
দূর থেকে পরম আস্থায় কাছাকাছি....
সামনে তাকাও তুমি অথবা পিছনে
বামে-ডানে , চা-চুমুকে , তোমার লিখনে
জুড়ে আছি ; সিগারেট-ধোঁয়াকে যেমন
চোখের সামনে দেখো, উড়ছে কেমন
সেভাবে উড়িনি তোমার-আমি ; তুমি তবু
ভুলে যাও ; স্মৃতি-ভার বহনের কভু
দায় তো দেই নি ; প্রয়োজন তো নেই আর
এলোমেলো পথ চলে আমারে ভাবার... ... ...
-
-
-
ভোর সাড়ে ৫টা , শনিবার, ১৮.৬.২০১১
---

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




