-
আমার সিঁথিতে নেই এতটুকু লাল, এমনই আকাল
দেশ জুড়ে ! খরা আর বন্যা যেমন - সমান ক্ষতির
কৃষকের কাছে ; দিনে দিনে বাড়ে ঋণ, সমিতি-খাতায়
লালকালি-খেলা; যেন আকাশের নীল, হারালো কোথায়
কালোর আড়ালে ! আমি নির্বাক চেয়ে, মাথা নত করে
তোমার মুখের দিকে না রেখে নয়ন - আনত ধ্বংস....!
একা একা একা একা কুরে কুরে মন, ঘুনপোকা তুমি
হয়ে, দিন-দিন, নি:শেষ মোরে করে, চলেছো এভাবে !!!
-
.
.
.
উৎসর্গ , প্রিয় ভাই সৌভিক
.
.
.
রাত ১২.৫৩
২১.০৯.২০১২
বৃ-হ-ষ্প-তি-বা-র-রা-ত...
.
.
.
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




