.
সেভাবে কখনো নদী দেখিনিতো, সেভাবে কখনো গাছ
জলের ভিতরে সোনালী-রুপালী মাছ !
সেভাবে মাছের খেলা দেখিনি তো, সেভাবে কখনো ফুল
জলের ভিতরে ঝিকমিক করা কাঁচ !
সেভাবে কাঁচের ধার দেখিনিতো, সেভাবে কখনো কাঁটা
জলের ভিতরে ছোটো লাল-নীল ঢেউ
সেভাবে কখনো ঢেউ দেখিনি তো, সেভাবে কখনো লতা
জলের ভিতরে টানেনি আকুলে কেউ
সেভাবে কখনো নদীজল আর, গাছ-ফুল-কাঁটা-লতা
আমার নয়ন পারেনি খুলতে কভু
সেভাবে হলো না কোনোকিছু দেখা, হায় একঘেয়ে মন,
শরীরে তোমারে যতনে রেখেছি তবু.....
.
.
.
রাত ২.১৪
১৯ জুলাই ২০১২
.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




