জুমা ডিলাক্স গেমে খেলার শুরুতেই খেলোয়াড়কে চলে যেতে হবে একটি আমাজো নিয়ান টেম্পলে। এর কেন্দ্রে রয়েছে এক বা একাধিক সূর্য দেবতার মূর্তি। আর সারি সারি নানা রঙের বল এই মূর্তিগুলোর দিকে এগিয়ে যায়। আর যখন বলগুলো সূর্য দেবতার কাছে পৌঁছে যাবে এবং সে সবাইকে গিলে ফেলবে।
এতে গেমারকে তিন বা বেশিসংখ্যক একই রঙের বলের গ্রুপ তৈরি করতে হবে। এতে তারা উধাও হয়ে যায়। কোনো ভাবেই এই বলগুলো খেতে দেয়া যাবে না। তাহলে গেম ওভার হয়ে যাবে। এতে মাউসের মাধ্যমে আপনি টেম্পলের কেন্দ্রে থাকা একটি ব্যাঙকে নিয়ন্ত্রণ করবেন। এই ব্যাঙটির মুখ থেকে বল বের হয়, যার রঙ মাঝে মাঝে আপনি পরিবর্তন করতে পারবেন। মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি এই বলগুলোকে ছুড়ে মারবেন ধেয়ে আসা বলের সারির দিকে। একই রঙের দুইয়ের বেশি বলের কমবো তৈরি হলেই গ্রুপটি উধাও হয়ে যাবে। তবে এভাবে আপনি যত বড় কমবো তৈরি করবেন, তত বেশি পয়েন্ট পাবেন।
এ ছাড়া দুরূহ অবস্থানে থাকা কয়েনকে বল দ্বারা আঘাত করে আপনি পেতে পারেন বোনাস পয়েন্ট। আপনি যতই এগোবেন, খেলার স্টেজগুলো ধীরে ধীরে আরো চ্যালেঞ্জিং হতে থাকবে। ডার্ক ভরটেক্স নামের একটি টেম্পলে এক সারির পেছনে আরেক সারি বল ধেয়ে আসে। খেলার উত্তেজনায় ভুল করে আপনি সহজেই এক সারির জায়গায় অন্য সারিতে বল ছুড়ে মারতে পারেন, যা আরো সমস্যা তৈরি করবে। জুমা গেমটি দুই ধরনের মোডে খেলা যাবে অ্যাডভেঞ্চার মোড এবং গোউন্টলেট মোড। অ্যাডভেঞ্চার মোডে বিভিন্ন লেভেল ও টেম্পলের মধ্য দিয়ে অগ্রসর হবেন। গোউন্টলেট মোডে একটি নির্দিষ্ট লেভেলেই আপনি আপনার পয়েন্ট বাড়াবেন। প্রত্যেকটি মোডেরই নিজস্ব চ্যালেঞ্জ আছে আর সফলভাবে প্রত্যেকটি শেষ করতে আপনার দক্ষতা আর ধৈর্যের পরীক্ষা হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




