মুভি দেখার বাতিক কোন কালেই খুব একটা ছিলো না। আর সেটা যদি আবার হত বাংলা মুভি তাহলে তো আর কোন কথাই নেই। পা ধরেও আমাকে ওমুখো নেয় কার সাধ্যি…..যাও টুকটাক মুভি দেখতাম তা ছিলো সব হলিউডের থ্রিলার কিম্বা হরোহর টাইপের মুভি।
কিন্তু বড় মামীর কথা শুনে যেদিন ‘আলো’ মুভিটা দেখলাম সেদিন থেকে বাংলা আর্ট ফিল্ম গুলোর প্রতি কেমন জানি একটা আলাদা ভালো লাগা তৈরী হতে থাকে। সেই ভালো লাগা থেকেই এক এক করে বেশ কিছু বাংলা আর্ট ফিল্মও দেখে ফেললাম। আর সেই ভালো লাগা মুভিগুলোর তালিকায় সব শেষে যে নামটি যুক্ত হল …সেই ‘অন্তহীন’।
অদ্ভুত সুন্দর একটা মুভি। যেমনি অদ্ভুত এর গল্প তেমনি অদ্ভুত এর গানগুলো। যতবারই মুভিটা দেখেছি ততবারই মনে হয়েছে আমি হয়তো অন্য কোন জগতে চলে গিয়েছি…..মানুষের সম্পর্ক যে এমন অদ্ভুত হতে পারে সত্যিই আমার জানা ছিলো না। আর গানগুলোর কথা কি বলবো। অসাধারণ। আমি নিশ্চিত…. মন খারাপ করে বসে থাকা কারো মন নিমিশেই ভালো করে দিতে গানগুলো যথেষ্ট।
আপনারা যদি কেউ এখনো মুভিটি না দেখে থাকেন, তাহলে এক্ষুণি দেখার চেষ্টা করুন….. আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে।

সংক্ষেপে ‘অন্তহীন’…
পরিচালকঃ- অনিরুদ্ধ রায় চৌধুরী
প্রযোজকঃ- ইন্দ্রানী মুখার্জী, জীৎ ব্যানার্জী, অনিরুদ্ধ রায় চৌধুরী
সংগীত পরিচালকঃ- শান্তনু মৈত্র
লিরিক্সঃ- অনিন্দ্য, চন্দ্রিল
অভিনয়েঃ- রাহুল বোস, রাধিকা আপ্তে, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর
### ছবির গানগুলো শুনতে চাইলে এখানে যান ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




