অনেকেই আছেন যারা উবুন্টু ব্যবহার করছেন। আবার অনেকেই আছেন ব্যবহার না করলেও এর নাম নাম নিশ্চই শুনেছেন। তবুও একটু বলে রাখি, উবুন্টু হচ্ছে লিনাক্সের একটি ডিস্ট্রো। লিনাক্স হচ্ছে সোর্সকোড উন্মুক্ত সম্পূর্ণ ফ্রি একটি অপারেটং সিস্টেম। এর মানে হচ্ছে আপনি এটি বিনামূল্যে ব্যবহার করার পাশাপাশি আপনি চাইলে আপনার সুবিধামত এর পরিবর্তনও করে নিতে পারবেন। আর এই উবুন্টুকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে যে কোম্পানিটি কাজ করে যাচ্ছে তার নাম হচ্ছে ক্যনোনিকাল । উবুন্টুকে ছড়িয়ে দেবার জন্য ও উবুন্টু ব্যবহারকারীদের মধ্যে বন্ধন আরো মজবুত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে উবুন্টুর লোকো টিম গড়ে উঠেছে। লোকো (LoCo) টিম হচ্ছে লোকাল কমিউনিটি। উবুন্টু বাংলাদেশ হচ্ছে ক্যানোনিকালের অনুমোদিত বাংলাদেশের জন্য একমাত্র লোকো টিম। উবুন্টু বাংলাদেশ ছাড়া অফিসিয়ালি আর কোনো টিম বাংলাদেশে উবুন্টু বিষয়ক কোন ধরণের কার্যক্রম চালাচ্ছে না। ক’দিন আগে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া “বন্টু-মিন্টু’র আড্ডা”টির আয়োজনও করেছিল উবুন্টু বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে উবুন্টু সংক্রান্ত কোন কার্যক্রম পরিচালনা করার একমাত্র অধিকার রাখে ‘উবুন্টু বাংলাদেশ’। তাই অন্য কোন পতিষ্ঠান যদি এমন কোন কার্যক্রম পরিচালনা করে থাকে তবে সেটা হবে সম্পূর্ণ অবৈধ।
সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা অর্থের বিনিময়ে মানুষের মাঝে উবুন্টুর সিডি বিতরণ করছে।

অথচ উবুন্টু সম্পূর্ণ বিনামূল্যেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন কিংবা আবেদন করে আপনার বাসার ঠিকানায় সিডি আনিয়ে নিতে পারেন…তাও আবার কোন রকম টাকা খরচ না করে।
তাই সবাইকে বলছি, যদি আপনি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এমন কোন অবৈধ কার্যক্রম পরিচালনা করতে দেখেন তাহলে তাকে অবশ্যই প্রতিহত করুন এবং আপনার পরিচিত লোকজনকে এদের সম্পর্কে সতর্ক করুন।
বিনামূল্যে উবুন্টু সিডি পেতে চাইলে এখানে ক্লিক করুন । কয়েক সপ্তাহের মধ্যেই আপনার ঠিকানায় পৌছে যাবে উবুন্টুর সিডি। আর আপনার নেটের স্পীড ভালো থাকলে আইএসও ফাইলটি ডাউনলোড করে সিডি/ ডিভিডিরে বার্ন করে নিন।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




