ঝরা পাতা
অনেক দিন আগের কথা
তখন আমি ভালোবাসিতাম
শরতের আকাশ
একদিন শরতের আকাশ দেখে
আমার যে কি হলো
আমি একখানা কবিতা বানিয়ে
ছেড়ে দিলাম।
আর তিনজন মেয়ে সে কবিতা পড়ে
একজন আমাকে পাঠাল একটা পাতা, একজন একটা চিরকুট
আরেকজন একটা আস্ত চিঠিই লিখে
ফেললো আমার কাছে।
এক কবিতায় তিনজন ঘায়েল
হলে আমি শরতের শাদা মেঘের
উপরে ভেসে চললাম।
আরো আরো আরো... বাকিটুকু পড়ুন