somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩২ তম স্পেশাল বিসিএস প্রাথমিক বাছাই পরীক্ষার সমাধাণ

১১ ই মার্চ, ২০১২ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। মডেম এর মধ্যে যা থাকে তা হলো --
(খ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর ("Modem" is an acronym for MOdulate-DEModulate.)
২। ডায়োড সবচেয়ে বেশী ব্যবহৃত হয় --
(খ) রেক্টিফায়ার হিসেবে
৩। বাসা বাড়ীতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো --
(ক) ৫০ হার্জ
৪। বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ –
(গ) উন্নত জাতের গমের নাম
৫। মৌমাছির চাষ হলো --
(ক) এপিকালচার
৬। দুধে থাকে --
(খ) ল্যাকটিক এসিড
৭। কোনটি জৈব অম্ল ?
(গ) এসিটিক এসিড
৮। কম্পিউটার ভাইরাস কি ?
(ঘ) একটি ক্ষতিকারক প্রোগ্রাম
৯। কোনটি তারবিহীন দ্রতিগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ?
(ক) ওয়াইম্যাক্স
১০। এন্টিবায়োটিকের কাজ --
(খ) জীবাণু ধ্বংস করা
১১। মাশরুম এক ধরনের --
(ক) অপুষ্পক উদ্ভিদ
১২। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ?
পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন
১৩। যকৃতের রোগ কোনটি ?
(ক) জন্ডিস
১৪। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তা হলো --
(খ) নিয়ত বায়ু
১৫। পিতলের উপাদান হলো --
(ঘ) তামা ও দস্তা
১৬। বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় --
(ক) এক কিলোওয়াট-ঘন্টা
১৭। পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে ?
(খ) ট্রান্সফরমার
১৮। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র --
(ঘ) ক্রেসকোগ্রাফ
১৯। স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় --
(খ) নাইট্রিক এসিড
২০। ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে --
(খ) ছায়াবৃত্ত
২১। x ও y উভয়ই বেজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে ?
(ঘ) x + y
২২। ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ?
(ক) ৯৮ ব. সে. মি.
২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থঃ কোণ তিনটির সমষ্টি কত ?
(ঘ) ৩৬০º
২৪। ১, ৩, ৬, ১০, ১৫, ২১ . . . . ধারাটির দশম পদ কত ?
(খ) ৫৫

২৫। √2
----------- ═ কত ?
√6 + 2
(গ) √3 - √2

২৬। x2 – 8x – 8y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে ?
2xy

২৭। টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে ?
(ক) ৫০%

২৮। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ?
(ক) ৯ গুণ
২৯। একটি ঘড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে ?
(ঘ) ৫৪০º
৩০। ABCD চতুর্ভুজে AB║CD, AC ═ BD এবং কোণ A ═ 90º হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
(ঘ) আয়তক্ষেত্র
৩১। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম ?
(গ) ১১/১৪

৩২। পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত ?
(ঘ) ১৫

৩৩। ০.৪৭˙ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে ?
(ক) ৪৭/৯০

৩৪। x2 – y2 + 2y – 1 এর একটি উৎপাদক --
(গ) x + y – 1

৩৫। log28 ═ কত ?
(খ) 3

৩৬। x3 + x2 y, x2 y + x y2 এর ল.সা.গু কোনটি ?
(গ) x2 y (x + y)

৩৭। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশী। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত ?
(খ) ১০ মিটার

৩৮। একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ?
(খ) 2 মিটার

৩৯। x – 1/ x ═ 7 হলে x3 – (1/ x)3 এর মান কত ?
(গ) 364

৪০। সেট A ═ { x є N : x2 > 8, x3 < 30} হলে x এর সঠিক মান কোনটি ?

৪১। ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
(গ) বিটপী


৪২। ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল --
(খ) অবচেতন

৪৩। কোনটি ইংরেজী শব্দ ?
(ক) ম্যাজেন্টা

৪৪। ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন --
(ক) রামাই পন্ডিত

৪৫। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
(খ) অনাবৃষ্টি

৪৬। ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা ?
(গ) সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়

৪৭। ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত ?
(ক) দ্বন্দ্ব সমাস

৪৮। কোনটি সাধিত শব্দ নয় ?
(গ) গোলাপ

৪৯। ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস ?
(ঘ) মানিক বন্দোপাধ্যায়

৫০। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ?
(খ) পদ্মগোখরা

৫১। ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা ?
(গ) মোঃ নজিবর রহমান

৫২। ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন ?
(ঘ) প্রমথ চৌধুরী

৫৩। কোনটি শুদ্ধ বানান ?
(খ) আকাঙ্ক্ষা
৫৪। কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয় ?
(ক) পাবক

৫৫। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?
(ঘ) ধ্বনি

৫৬। ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি --
(গ) সরল বাক্য

৫৭। ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ --
(খ) হিসাব-নিকাশ

৫৮। ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে ?
(গ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

৫৯। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ?
(ক) আরেক ফাল্গুন

৬০। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি ?
(গ) একাত্তরের দিনগুলি

৬১। Correct synonym for ‘Extempore’ –
(গ) Impromptu (প্রশ্নপত্রে বানান দেয়া আছে Impromtu)

৬২। Correct synonym for ‘Meancing’ –
(খ) Alarming

৬৩। Correct antonym for ‘Oblige’ –
(খ) Bother

৬৪। Correct antonym for ‘Cynical’ –
(খ) Gullible

Select the alternative which best expresses the meaning of the given sentence:

৬৫। (ঘ) We were as surprised as Rahman.
৬৬। (খ) Our neighbour has never invited us into his house.

Choose a suitable word/phrase to fill in the blanks of the given sentences :

৬৭। (গ) had better get

৬৮। (গ) should be stored

Choose the word/phrase that best retains the meaning of the underlined word/phrase in the given sentences :

৬৯। (ক) make his ideas understood

৭০। (গ) gracious

Identify the incorrect word/phrase indicated by (ক), (খ), (গ) or (ঘ) in the following sentences:

৭১। (ঘ) their

৭২। (খ) perfect

৭৩। (ঘ) watch

Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair :

৭৪। (খ) Butter : baker

৭৫। (গ) Counselor : advice

৭৬। (ঘ) Engine : car

Choose the meaning of the given expressions:

৭৭। (গ) It is likely that nothing bad has happened.

৭৮। (ক) Take what you have got readily available rather than expecting better in the future.

৭৯। (ঘ) Wonder

৮০। (ঘ) Surprise

৮১। প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন ?
(ঘ) ২০১০

৮২। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ?
(ঘ) ডাউকি

৮৩। BTRC -এর ইংরেজী পূর্ণরূপ কি ?
(খ) Bangladesh Telecommunication Regulatory Commission

৮৪। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ?
(গ) সৈয়দপুর
৮৫। বাংলাদেশের White Gold কোনটি ?
(ঘ) চিংড়ী

৮৬। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ--ভারত সীমান্তের মধ্যে নয় ?
(ঘ) কক্সবাজার

৮৭। ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম ?
(ঘ) উন্নত জাতের গমের নাম

৮৮। ‘আলোকিত মানুষ চাই’ -- এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান ?
(খ) বিশ্ব সাহিত্য কেন্দ্র

৮৯। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কত ?
(খ) ১০ : ৬

৯০। কোন জেলায় চা-বাগান বেশী ?
(গ) মৌলভীবাজার

৯১। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি ?
(ঘ) ইন্দোনেশিয়া

৯২। রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(ঘ) জেনেভা

৯৩। ‘জুলিয়াস সীজার’ কেন বিখ্যাত ?
(ক) রোমান সম্রাট হিসেবে

৯৪। পূর্ব তীমুরের রাজধানী কোথায় ?
(গ) দিলি

৯৫। নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াচ্চুল কারমান’ কোন দেশের নাগরিক ?
(ঘ) ইয়েমেন

৯৬। আমেরিকার চালক বিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’টি কি ?
(ক) বোমারু বিমান চালিত

৯৭। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি ?
(ঘ) পানামা খাল

৯৮। ‘গ্রীনল্যান্ড’-এর মালিকানা কোন দেশের ?
(গ) ডেনমার্ক

৯৯। ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত ?
(ক) বৃটেন

১০০। ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা ?
(ক) রশিয়া
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার অন্যরকম আমি এবং কিছু মুক্তকথা

লিখেছেন জানা, ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৬



২০১৯, ডিসেম্বরের একটি লেখা যা ড্রাফটে ছিল এতদিন। নানা কারণে যা পোস্ট করা হয়নি। আজ হঠাৎ চোখে পড়ায় প্রকাশ করতে ইচ্ছে হলো। আমার এই ভিডিওটাও ঐ বছরের মাঝামাঝি সময়ের।... ...বাকিটুকু পড়ুন

যেভাবে শরণার্থীরা একটি দেশের মালিক হয়ে গেলো!

লিখেছেন মাঈনউদ্দিন মইনুল, ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৬



এবার একটি সেমিনারে প্রথমবারের মতো একজন জর্ডানির সাথে পরিচয় হয়। রাসেম আল-গুল। ঘনকালো মাথার চুল, বলিষ্ট দেহ, উজ্জ্বল বর্ণ, দাড়ি-গোঁফ সবই আছে। না খাটো, না লম্বা। বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রতিটি সেশন... ...বাকিটুকু পড়ুন

নিউ ইয়র্কের পথে.... ২

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই মে, ২০২৪ রাত ৯:০২


Almost at half distance, on flight CX830.

পূর্বের পর্ব এখানেঃ নিউ ইয়র্কের পথে.... ১

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন থেকে বোর্ডিং ব্রীজে নেমেই কানেক্টিং ফ্লাইট ধরার জন্য যাত্রীদের মাঝে নাভিশ্বাস উঠে গেল।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আপনার হিট কত?

লিখেছেন অপু তানভীর, ১৫ ই মে, ২০২৪ রাত ৯:০৩



প্রথমে মনে হল বর্তমান ব্লগাদের হিটের সংখ্যা নিয়ে একটা পোস্ট করা যাক । তারপর মনে পড়ল আমাদের ব্লগের পরিসংখ্যানবিদ ব্লগার আমি তুমি আমরা এমন পোস্ট আগেই দিয়ে দিয়েছেন ।... ...বাকিটুকু পড়ুন

ল অব অ্যাট্রাকশন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:৪৫

জ্যাক ক্যান ফিল্ডের ঘটনা দিয়ে লেখাটা শুরু করছি। জ্যাক ক্যানফিল্ড একজন আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার। জীবনের প্রথম দিকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। আয় রোজগার ছিলনা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ছিলনা।... ...বাকিটুকু পড়ুন

×