আপনার লেখায় আবেগ বেশি চিন্তা কম । তারচেও কম রাজনৈতিক বিবেচনায় মেহেরজান ছবির পর্যালোচনা।
পৃথিবীব্যাপী যুদ্ধে খুনের পাশাপাশি ধর্ষনের ঘটনা কমন। যেমনটা আমাদের মুক্তিযোদ্ধেও।
পরিচালক অস্বীকার করে নাই ৭১ এ খুন-ধর্ষণ কম হইছে । বলছে পরিসংখানের স্বস্তা রাজনীতির বিপরীতে গবেষণাটা নাই। এটা কি মিছা কথা?
আর একরৈখিক মধ্যবিত্ত বাঙ্গালী জাতিয়তাবাদী বয়ান ছাড়া মুক্তিযুদ্ধের আরো কোন বয়ান তৈয়ার হয়নি। অথচ নানান শ্রেণীরাজনীতির অসংখ বয়ান হতে পারে। সেগুলো কই ? ডান-বাম কি একই শ্রেণীস্বার্থে রাজনীতির করে? ভিন্ন হলে বয়ান ভিন্ন কই। ডান রোবায়াত ফেরদৈাস আর বাম বাকির বয়ানে এত মিল কেন? তাহলে কি ইতিহাস বিচার-জ্ঞানে ডান-বামের ভেদ এখনো তৈয়ার হয়নি? তাহলে বিপ্লবের কি হবে? আর জাতি রাষ্ট্র তৈয়ারি বা ভাষা ভিত্তিক আত্মপরিচয় নির্মাণের সাম্পদায়িক প্রয়াসে ডানে-বামে কি কোন ভেদ নাই ? বাঙ্গালীর রাষ্ট্রে আদিবাসি ভাইদের স্থান কি হবে? বঙ্গবন্ধুর ভাষায় বাঙ্গালী হয়ে যা? সমস্যা আরো বহুত আছে ---------?
রাষ্ট্রের গণতান্ত্রিক বা সেকুলার হওয়া আর সমাজের সেকুলার হওয়া এককথা না (যদিও পশ্চিমা পুজিঁ,তার বিকাশের রাকজনীতি মানে ইমপিরিয়ালীজম,আধুনিকতার,টেকনোলজি ইত্যাদির পেটেই সেকুলারিজম বা গনতন্ত্রের জন্ম)--- এই কথা মাথায় রাখলে আলাপ অল্প কথায় তুলা যাবে।
উপনিবেশিক কাল পর্বে জাতিয়তাবাদি আন্দোলন সংগঠিত করার তাগিদে একটি জাতির আত্মপরিচয়ের বয়ান নানান কিছুকে ভিত্তি করে; ঐতিহাসিক ভাবে তৈয়ার হয়েছে। যেমন ভাষা,ধর্ম,ভূগোল,বর্ণ ইত্যাদি। আমাদের ইতিহাসে ভাষাকে ভিত্তি করে আত্মপরিচয়ের রাজনীতি ৭১ সালে এসে বিজয়ী হয়েছে। ফলে গণতান্ত্রিক(সেকুলার) রাষ্ট্র নির্মানের কাঠামো তৈয়ার হয়েছে। কিন্তু সমাজ? দৃশ্যত অসাম্প্রদায়িক(আদৈা তা না) ভাষাকে আশ্রয় করে মধ্যবিত্ত তথাকথত শিক্ষিত হিন্দু-মুসলমান মিলে বাঙ্গালী আত্মপরিচয় নিলাম হলাম। কথিত মূর্খ কখনো কখনো শিক্ষিত হিন্দু হিন্দু-মুসলমানে স্ব স্ব ধর্ম রয়ে গেল । ভাষাকে আশ্রয় করে আপাত নিরাপদ আত্মপরিচয় নিলেই ধর্ম শেষ হয়ে যায় না । বরং বহু গুণ শক্তি নিয়ে হাজির হয়। দুনিয়া ব্যাপি আধুনিকতাবাদী প্রলাপের এই সংকটে ধর্মের যে শান্তিবাদি ব্যাখ্যার চেষ্টা সাম্রাজ্রবাদীরা দুনিয়া ব্যাপি শুনাচ্ছেন তারই একখন্ড প্রয়াস রুবায়াত হোসাইনের মেহেরজান ছবি । প্রগতিশীলরা এব্যাপারে যতদিন বেহুশ থাকবেন ধর্ম নানান ভাবে আপনাকে অস্বস্থি দিতে আসবে?
দেরীদা সাহেব পশ্চিমা চিন্তুকদের একজলশায় প্রশ্ন রেখেছেন ধর্ম এই আধুনিক সমাজে আবার কেন ফিরে আসছে ? আমরা কোথায় কি ভুল করিছি তা খতিয়ে দেখতে হবে।
আমরা যদি আগামি দিনে স্বাধীন-সার্বভৈাম-সুন্দর বাংলা চাই আমাদের ভাবনার নতুন নতুন দিগন্তে হাটতে হবে। মুখস্ত আবেগ দিয়ে বেশি দুর যাওয়া যায় না । যেতে হবে চিন্তা এবং চর্চা দিয়ে।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




