বৃষ্টির জলে এখনো কাঁদতে ইচ্ছে হয়,
এখনো তোমায় খুঁজে পেতে অনেক ইচ্ছে হয়,
বলতে ইচ্ছে হয় তোমায় এখনো ভালবাসি।
এখনো চোখের পাপড়ির মাঝে,
অজানা পুরনো স্বপ্ন উঁকি দেয়।
গোপনে বলে উঠি ভালবাসি, ভালবাসি শুধু ভালবাসি তোমায়।
তোমার চলে যাওয়া এখনও কষ্ট দেয়,
প্রতিবার, প্রতিক্ষনে নতুন করে।
তবুও আ্শায় থাকি,
যদি আবার ফিরে আস তুমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




