আমি বুক পকেটে এক প্যাকেট সোনালি সাত নিয়ে
আজ এই শহরের অনেকটা পথ হেটেঁছি।।
গায়েতে ছেঁড়া জামা ছিলো যার একটা বোতাম খোলা ছিলো
পায়েতে ছেঁড়া চটি ছিলো, দেহের ক্লান্তি ছিলো
আর আকাশে চাদঁ ছিলো, চারপাশে মৃদু মন্দ হাওয়া ছিলো।।
চোখেতে স্বপ্ন ছিলো, মগজে তোমার ভাবনা ছিলো
চেতনায় হাহাকার ছিলো, কামনায় ক্ষুধামন্দা ভাব ছিলো
আবেশে ভালোলাগা ছিলো, শার্টে ঢাকা একটা সস্তা মন ছিলো
সর্বপোরি, আমার বুক পকেটে এক প্যাকেট সোনালি সাত ছিলো।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




