তুমি আমায় অবিশ্বাস করো
দার্শনিক দের্কাতের মতো অবিশ্বাস করো
আমাকে, আমার সবকিছুকে
যে অবিশ্বাসের লক্ষ্য পরম সত্য খুজেঁ পাওয়া
যে অবিশ্বাসের লক্ষ্য এমন বিশ্বাস খুজেঁ পাওয়া
যাকে আর কোন মতেই অবিশ্বাস করা যায় না।।
তবে সেইখান থেকেই হবে শুরু
আমার অস্তিত্বের আর্তচিৎকার
আমাকে বুঝে নাও তুমি, আমিও
তোমাকে বুঝে নেই আবার।।
তারপর দুটি তীর একসেতু
জীবনের খেয়া পারাপার
সময়ে অসময়ে একাকার
চোখে চোখ হাতে হাত রাখার।।