somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের যা কিছু...... একসাথে অনেককিছুB-)

০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেই,হয়ত অনেক কিছুই জানি অনেকে আবার আরও কিছু অজানা রয়ে গেছে তাই এমন একটা টপিক করলাম সমায় ব্যয় করেB-) একসাথে পাওয়া যায় সাধারন এই তথ্যগুলু একবার হলেও চোখ বুলিয়ে যান, আশা করি কাজে লাগবে,অন্তত সাধারন জ্ঞান এ:P আরও কিছু বাদ পড়লে/জানলে আপনারা শেয়ার করুন B-)
পৃথিবীর বয়স : ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর)।(আনুমানিক):D
আয়তন : ৫১ কোটি ৬৬ হাজার বর্গকিমি প্রায়।
স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গকিমি (মোট আয়তনের ২৯.১%) প্রায়।
জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গকিমি (মোট আয়তনের ৭০.৯%) প্রায়।
সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গকিমি প্রায়।
উপকূলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গকিমি প্রায়।
পরিধি :
নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কিমি।
মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কিমি।
ব্যাস :
নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কিমি।
মেরুরেখা বরাবর ৬,৩৫৫ কিমি।
ব্যাসার্ধ :
নিরক্ষরেখা থেকে ৬,৩৭৬ কিমি।
মেরুরেখা থেকে ৬,৩৫৫ কিমি।
সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেষ্ট, উচ্চতা ৮৮৫০ মিটার।
সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। সামুদ্রিক এলাকায়
সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর।
স'লসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি।
সর্বাধিক সীমান-বেষ্টিত দেশ : দুটি; চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমান-বেষ্টিত)।
পানির প্রকারভেদ : দুই প্রকার (৯৭% লবণাক্ত, ৩% সুপেয়।)
সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে : ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
আবর্তনের গতিবেগ : ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কিমি/ঘন্টা।
সূর্য থেকে দূরত্ব : ১৪ কোটি ৯৫ লক্ষ কিমি (প্রায়)।
একমাত্র উপগ্রহ : চাঁদ।
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২১ জুন।
দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২২ ডিসেম্বর।
সর্বত্র দিনরাত্রি সমান : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
গঠন : লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল
২.৭%, ক্যালসিয়াম ১.২% ও এলুমিনিয়াম ০.৪%।

-আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ : রাশিয়া; ১,৭০,৭৫,২০০ বর্গকিমি বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গমাইল।
-জনসংখ্যার বৃহত্তম দেশ : চীন, ১৩৪ কোটি ৫৮ লাখ [UNFPA ২০০৯]।
-আয়তনে বৃহত্তম মুসলিম দেশ : কাজাখস্থান; ২৭,১৭,৩০০ বর্গকিমি।
-জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ : ইন্দোনেশিয়া।
-আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিক্যান; আয়তন ০.৪৪ বর্গকিমি বা ০.১৭ বর্গমাইল এবং
-লোকসংখ্যা ৯২০ জন (মার্চ ২০১০)।
-মহাসাগর : ৫টি; প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ বা এন্টার্কটিকা
মহাসাগর ও উত্তর বা আর্কটিক মহাসাগর।

****বৃহত্তম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।
****গভীরতম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।
****মহাসাগরের সর্বোচ্চ গভীর খাত : প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।
****গভীরতম সাগর : ক্যারিবিয়ান সাগর, যার গভীরতা ২২৭৮৮ ফুট বা ৬৯৪৬ মিটার।
****বৃহত্তম সাগর : দক্ষিণ চীন সাগর (আয়তন ২৯,৭৪,৬০০ বর্গকিমি)।
****দীর্ঘতম নদী : নীল নদ, আফ্রিকা, দৈর্ঘ্য ৬৮২৫ কিমি।
****উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
****বৃহত্তম হ্রদ দ্বীপ : ম্যানিটুলিন, (হিউরন হ্রদ, অন্টারিও; আয়তন ১০৬৮ বর্গমাইল বা ২৭৬৬
বর্গকিমি)
****বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান, অবস্থান এশিয়া-ইউরোপ; আয়তন ৩,৭১,০০০ বর্গকিমি।
****গভীরতম হ্রদ : বৈকাল হ্রদ, রুশ ফেডারেশন; গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার।
****মহাদেশ : ৭টি; এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং
আন্টার্কটিকা।
***আয়তনের বৃহত্তম মহাদেশ : এশিয়া; ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গকিমি।
***লোকসংখ্যায় বৃহত্তম মহাদেশ : এশিয়া; ৪১২ কোটি ১১ লাখ [UNFPA ২০০৯]।
***জনশূন্য মহাদেশ : এন্টার্কটিকা।
***স্বাধীন দেশ : ১৯৪টি।
***জাতিসংঘভুক্ত দেশ : ১৯২টি।
***এলডিসিভুক্ত দেশ : ৪৯টি।
***সর্বশেষ স্বাধীন দেশ : কসোভো; স্বাধীনতা লাভ করে ১৭ ফেব্রুয়ারি ২০০৮।
***সর্বোচ্চ সংখ্যক স্বাধীন দেশ রয়েছে : আফ্রিকা মহাদেশে (৫৩টি)।
***প্রধান ধর্ম : ইসলাম, খ্রিষ্ট, বৌদ্ধ, হিন্দু প্রভৃতি।
***উত্তরের নগরী : হ্যামারফাষ্ট (নরওয়ে)।
***দক্ষিণের নগরী : পুয়োর্তো উইলিয়াম (চিলি)।
***ছিদ্রায়িত রাষ্ট্র : ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সানমারিনো রাষ্ট্র অবস্থিত।
***প্রাচীনতম দেশ : সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।
***উচ্চতম রাজধানী : লাপাজ।
***সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ : ভারত।
***পারমাণবিক শক্তিধর রাষ্ট্র : ৮টি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া)।
***উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেষ্ট, চীন নেপাল; ৮৮৫০ মিটার বা ২৯,০৩৫ ফুট।
***ঘনবসতিপূর্ণ দেশ : মোনাকো; ১৬,২০৫ জন প্রতি বর্গকিমি []।
***কম ঘনবসতিপূর্ণ দেশ : মঙ্গোলিয়া ও নামিবিয়া ২ জন প্রতি বর্গকিমি।
***জনসংখ্যা বৃদ্ধির হার : ১.২%। [UNFPA ২০০৯]।
***মহিলা প্রতি উর্বরতার হার : ২.৫৪ শতাংশ।
***মাথাপিছু আয় : ৯,৯৭২ মার্কিন ডলার।
***সর্বোচ্চ মুদ্রাস্ফিতির দেশ : জিম্বাবুয়ে।
***সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধিহারের দেশ : কাতার, ১০.৭% [UNFPA ২০০৯]।
***সর্বাধিক শিশু মৃত্যুহারের দেশ : সিয়েরা লিওন, প্রতি হাজার জীবিত জনে ২৬২ জন মরে।
***সর্বনিম্ন শিশু মৃত্যুহারের দেশ : সিঙ্গাপুর, সুইডেন, লুক্সেমবার্গ, লিচটেনষ্টাইন, আইসল্যান্ড; প্রতি হাজার
জীবিত জনে ৩ জন।
**সর্বোচ্চ গড় আয়ুর দেশ : জাপান; ৮২.৭ বছর [UNFPA ২০০৯]।
**সর্বনিম্ন গড় আয়ুর দেশ : আফগানিস্থান, ৪৩.৬ বছর [ মানব উন্নয়ন রিপোর্ট ২০০৯]।
**সর্বাধিক ব্যবহৃত ভাষা : মান্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।
**বৃহত্তম রাজধানী শহর (জনসংখ্যায়) : টোকিও (জাপান); ৩ কোটি ৫৩ লাখ ২৭ হাজার।
**বৃহত্তম নগর (জনসংখ্যায়) : সাংহাই (চীন); ১ কোটি ৩৩ লাখ।
**উষ্ণতম স্থান : দালোল, দেনাকিল ডিপ্রেসন, ইথিওপিয়া; বার্ষিক গড় তাপমাত্রা ৯৩.২০ ফারেনহাইট বা ৩৪০ সেন্টিগ্রেড।
**বৃহত্তম মরুভূমি :
- উষ্ণমণ্ডলীয়: সাহারা, উত্তর আফ্রিকা; ৩৫,০০,০০০ বর্গমাইল বা ৯১,০০,০০০ বর্গকিলোমিটার।
- উপকূলীয়: আতাকামা, চিলি; ৫৪,০০০ বর্গমাইল বা ১৩৯,৮৬০ বর্গকিলোমিটার।
- নাতিশীতোষ্ণ: গোবি মরুভূমি, চীন; ৫,০০,০০০ বর্গমাইল বা ১২,৯৫,০০০ বর্গকিলোমিটার।
**পৃথিবীর বৃহত্তম অরণ্য : তৈগা।
**বৃহত্তম দ্বীপ: গ্রিনল্যান্ড, যার আয়তন ৮,৪০,০০৪ বর্গ মাইল বা ২১,৭৫,৬০০ বর্গকিলোমিটার। উল্লেখ্য,
**অষ্ট্রেলিয়া হলো ব্যাপকভাবে মহাদেশীয় ভূখণ্ড হিসেবে পরিচিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ, যার আয়তন
২৯,৪১,৫১৭ বর্গমাইল বা ৭৬,১৮,৪৯৩ বর্গকিলোমিটার।
**বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া, যার আয়তন ৭,৩৫,৩৫৮ বর্গমাইল বা ১৯,০৪,৫৬৯ বর্গকিলোমিটার।
**বৃহতত্ম আগ্নেয় দ্বীপ : সুমাত্রা, ইন্দোনেশিয়া; আয়তন ১,৭১,০৬৯ বর্গমাইল বা ৪,৪৩,০৬৬ বর্গকিলোমিটার।
**শীতলতম স্থান : প্লাটু ষ্টেশন, এন্টার্কটিকা; বার্ষিক গড় তাপমাত্রা- ৫৬.৭০ সেলসিয়াস।
**আর্দ্রতম স্থান : মসিনরাম, আসাম, ভারত; বার্ষিক গড় বৃষ্টিপাত ১১,৮৭৩ মিলিমিটার বা ৪৬৭৪ ইঞ্চি।
**শুষ্কতম স্থান : আতাকামা মরুভূমি, চিলি (বার্ষিক বৃষ্টিপাত অনুযায়ী)।
**শুষ্কতম স্থান (জনবসতিপূর্ণ) : আসওয়ান, মিশর; বার্ষিক বৃষ্টিপাত ০.০২”।
**আর্দ্রতম জনবসতিপূর্ণ স্থান : বুয়েনা ভেনতিয়া, কলম্বিয়া, বার্ষিক বৃষ্টিপাত ২৬৭ ইঞ্চি বা ৬৭৮১.৮০ মিলিমিটার।
সংক্ষিপ্ত আকারে বিশ্বের মহাদেশ পরিচিতি
*এশিয়া :
--আয়তন(বর্গ কিমি) : ৪,৪৫,৭৯,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ৩০%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ৬০.৪০%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ৪৪
--জাতিসংঘভূক্ত দেশ : ৪৪
--সর্বোচ্চ স্থান (মিটার) : মাউন্ট এভারেষ্ট (৮৮৫০)
--সর্বনিম্ন স্থান (মিটার) : মৃত সাগর (-৪০০)
*আফ্রিকা :
--আয়তন(বর্গ কিমি) : ৩,০০,৬৫,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ২০.০%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ১৪.২৯%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ৫৩
--জাতিসংঘভূক্ত দেশ : ৫৩
--সর্বোচ্চ স্থান (মিটার) : কিলিমাঞ্জারো (৫৯৬৩)
--সর্বনিম্ন স্থান (মিটার) : লেক আসাল (-১৫৬)
*উত্তর আমেরিকা :
--আয়তন(বর্গ কিমি) : ২,৪৪,৭৪,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ১৬.৫%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ৭.৯৮%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ২৩
--জাতিসংঘভূক্ত দেশ : ২৩
--সর্বোচ্চ স্থান (মিটার) : ম্যাককিনলে (৬১৯৪)
--সর্বনিম্ন স্থান (মিটার) : ডেথ ভ্যালি (-৮৬)
*দক্ষিন আমেরিকা :
--আয়তন(বর্গ কিমি) : ১,৭৮,১৯,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ১২%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ৫.৮২%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ১২
--জাতিসংঘভূক্ত দেশ : ১২
--সর্বোচ্চ স্থান (মিটার) : একাঙ্কাগুয়া (৬৯৫৯)
--সর্বনিম্ন স্থান (মিটার) : পেনিনসুলা (-৪০)
*ইউরোপ :
--আয়তন(বর্গ কিমি) : ৯৯,৩৮,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ৬.৮%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ১১.০০%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ৪৮
--জাতিসংঘভূক্ত দেশ : ৪৬
--সর্বোচ্চ স্থান (মিটার) : মাউন্ট এলব্রাস (৫৬৩৩)
--সর্বনিম্ন স্থান (মিটার) : কাস্পিয়ান সাগর (-২৮.০)
*ওশেনিয়া :
--আয়তন(বর্গ কিমি) : ৮৪,৮৪,৬২০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ৫.৮%
--পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ০.৫১%
--দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ১৪
--জাতিসংঘভূক্ত দেশ : ১৪
--সর্বোচ্চ স্থান (মিটার) : পুঁসাক জায়া (৪৮৮৪)
--সর্বনিম্ন স্থান (মিটার) : লেক আয়ার (-১১৬)
*এন্টার্কটিকা :
--আয়তন(বর্গ কিমি) : ১,৩২,০৯,০০০
--পৃথিবীর আয়তনের শতকরা হার : ৮.৯%
--সর্বোচ্চ স্থান (মিটার) : ভিনসন ম্যাসিফ (৪৮৮৪)
--সর্বনিম্ন স্থান (মিটার) : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ (-২৫৫.৫)
*বিশ্বের দীর্ঘতম যা কিছু:
-> নদী (যৌথভাবে) : মিসিসিপি মিসৌরী
-> প্রাচীর : চীনের মহাপ্রাচীর
-> পর্বতমালা : আন্দিজ পর্বতমালা
-> সমুদ্র সৈকত : কক্সবাজার
-> প্রণালী : তাতার প্রণালী
-> উড়াল সড়কসেতু : বাং না এক্সপ্রেসওয়ে (থাইল্যান্ড, ৫৪ কিমি)
-> খাল : গ্র্যান্ড খাল
-> কৃত্রিম খাল : সুয়েজ খাল
-> রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
-> নদী : নীল নদ
-> সাঁতারের পথ : ইংলিশ চ্যানেল
-> বিরতিহীন ট্রেন : ফ্লাইং স্কটসম্যান
-> রেল সুড়ঙ্গ : তান্না (জাপান)
-> গিরিখাত : মালাক্কা অববাহিকা
-> নদী অববাহিকা : আমাজান অববাহিকা
-> প্রাণী (দীর্ঘজীবী) : কচ্ছপ (জীবনকাল ১৯০-২০০ বছর)
-> লস্ফ প্রাণী : ক্যাঙ্গারু
-> করিডোর : রামেশ্বরম মন্দিরের করিডোর
-> গলাবিশিষ্ট প্রাণী : জিরাফ
-> মূর্তি : মাদারল্যান্ড (রাশিয়া)
-> চলচ্চিত্র : দি হিউম্যান কন্ডিশন
-> যুদ্ধ : শতবর্ষব্যাপী যুদ্ধ (ফ্রান্স-ব্রিটেন)
-> জাহাজ : এমভি মন্ট (পূর্বনাম কনক নেভিস)
-> মিলিটারি জাহাজ : এন্টারপ্রাইজ ক্লাস
-> যাত্রীবাহী জাহাজ : ওয়াসিস অব দ্য সি
-> কাঠের জাহাজ : পিটার ভন ড্যানজিং
-> সমুদ্র প্রাচীর : সাইমেনজিয়াম সি ওয়াল (দ. কোরিয়া)
-> সমুদ্র সেতু : হাংবু বে সেতু (চীন)
-> ঝুলন্ত সেতু : সুতং সেতু (চীন)
-> রেলওয়ে টানেল : সেইকান টানেল (জাপান
*বিশ্বের দ্রুততম যা কিছু:
-> প্রাণী : চিতা বাঘ
-> পাখি : সুইফট পাখি
-> মাছ : টুনি মাছ
-> সাপ : আফ্রিকার কালো মাম্বা
-> যাত্রীবাহী বিমান : কনকর্ড
-> যুদ্ধবিমান : লকহিড YF 123 (শব্দের চেয়ে তিনগুণ বেশি দ্রুত)
-> ট্রেন : হারমনি এক্সপ্রেস (চীন)
*বিশ্বের উচ্চতম যা কিছু
-> মহাসাগর : প্রশান- মহাসাগর
-> খাদ : মারিয়ানা ট্রেঞ্চ (প্রশান- মহাসাগর)
-> সাগর : ক্যারিবিয়ান সাগর
-> উপসাগর : মেক্সিকো উপসাগর
-> হ্রদ : বৈকাল হ্রদ
-> প্রাণী : জিরাফ
-> শহর : ওয়েন চুয়ান (তিব্বত)
-> রাজধানী : লাপাজ (বলিভিয়া)
-> টিভি মাস'ল : কেভিএলওয়াই টিভি মাস্তুল (যুক্তরাষ্ট্র)
-> দেশ : তিব্বত
-> পর্বতমালা : হিমালয়
-> পর্বতশৃঙ্গ : এভারেষ্ট (নেপাল)
-> মিনার : বাদশাহ হাসান মসজিদের মিনার (মরক্কো)
-> স্থান : আজিজিয়া (লিবিয়া)
-> মালভূমি : পামির
-> ভবন : বুর্জ খলিফা (সংযুক্ত আরব আমিরাত)
-> আগ্নেয়গিরি : কটাপেক্সী (আন্দিজ, ইকুয়েডর)
-> জলপ্রপাত : এঞ্জেল (ভেনিজুয়েলা)
-> হ্রদ : টিটিকাকা (বলিভিয়া)
-> গলনাঙ্ক : ট্যাংষ্টেন
-> বৃক্ষ : ক্যালিফোর্নিয়ার উপকূলের রেড উড শ্রেণীর গাছ
-> গিরিপথ : আল্পিনা
-> বিশ্বের গভীরতম
*বিশ্বের ক্ষুদ্রতম যা কিছু
-> মহাদেশ : ওশেনিয়া
-> দেশ : ভ্যাটিকান সিটি
-> মুসলিম দেশ : মালদ্বীপ
-> দিন : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
-> রাত : ২১ জুন (উত্তর গোলার্ধে)
-> নদী : ডি রিভার (যুক্তরাষ্ট্র)
-> পাখি : হামিং বার্ড
-> মহাসাগর : আর্কটিক মহাসাগর
-> গ্রহ : বুধ
-> গির্জা : চ্যাপেন্স অব সান্তা-ইসাবেল (ভ্যাটিকান সিটি)
-> ফুল : পিলিয়া মাইক্রোফোলিয়া
-> প্রজাতন্ত্র : নাউরু
-> মাছ : ইনষ্ট্যান্ট ফিস (ওজন ১ মি. গ্রাম)
-> সাবমেরিন : সেরাফিনা (দৈর্ঘ্য ৪০ সেমি)
*বিশ্বের বৃহত্তম যা কিছু
-> মহাদেশ : এশিয়া
-> মহাসাগর : প্রশান্ত মহাসাগর
-> দেশ (আয়তনে) : রাশিয়া
-> দেশ (জনসংখ্যায়) : চীন
-> জনসংখ্যায় (মুসলিম দেশ) : ইন্দোনেশিয়া
-> মুসলিম দেশ (আয়তনে) : কাজাখস্তান
-> গ্রহ : বৃহস্পতি
-> নক্ষত্র : আর-১৩৬-এ
-> ঘণ্টা : মস্কোর ঘণ্টা
-> পাখি (ওজনে) : উটপাখি (১৫৫ কেজি)
-> চলচ্চিত্র প্রেক্ষাগৃহ : রক্সি (নিউইর্য়ক)
-> দিন : ২১ জুন (উত্তর গোলার্ধে)
-> রাত : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
-> ব-দ্বীপ : বাংলাদেশ
-> মরুভূমি : সাহারা
-> সাগর : দক্ষিণ চীন সাগ

সংগৃহীত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামে পর্দা মানে মার্জিত ও নম্রতা: ভুল বোঝাবুঝি ও বিতর্ক

লিখেছেন মি. বিকেল, ১৯ শে মে, ২০২৪ রাত ১:১৩



বোরকা পরা বা পর্দা প্রথা শুধুমাত্র ইসলামে আছে এবং এদেরকে একঘরে করে দেওয়া উচিত বিবেচনা করা যাবে না। কারণ পর্দা বা হিজাব, নেকাব ও বোরকা পরার প্রথা শুধুমাত্র ইসলাম ধর্মে... ...বাকিটুকু পড়ুন

কুরসি নাশিন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:১৫


সুলতানি বা মোগল আমলে এদেশে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছিল৷ আশরাফ ও আতরাফ৷ একমাত্র আশরাফরাই সুলতান বা মোগলদের সাথে উঠতে বসতে পারতেন৷ এই আশরাফ নির্ধারণ করা হতো উপাধি... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধুর স্বপ্ন আর আদর্শ কতটুকু বাস্তবায়ন হচ্ছে

লিখেছেন এম ডি মুসা, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:৩৭

তার বিশেষ কিছু উক্তিঃ

১)বঙ্গবন্ধু বলেছেন, সোনার মানুষ যদি পয়দা করতে পারি আমি দেখে না যেতে পারি, আমার এ দেশ সোনার বাংলা হবেই একদিন ইনশাল্লাহ।
২) স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি... ...বাকিটুকু পড়ুন

সকাতরে ঐ কাঁদিছে সকলে

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২৯

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।

কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।

ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।

যা-কিছু পায় হারায়ে যায়,... ...বাকিটুকু পড়ুন

বসন্ত বিলাসিতা! ফুল বিলাসিতা! ঘ্রাণ বিলাসিতা!

লিখেছেন নাজনীন১, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:০৯


যদিও আমাদের দেশে বসন্ত এর বর্ণ হলুদ! হলুদ গাঁদা দেখেই পহেলা ফাল্গুন পালন করা হয়।

কিন্তু প্রকৃতিতে বসন্ত আসে আরো পরে! রাধাচূড়া, কৃষ্ণচূড়া এদের হাত ধরে রক্তিম বসন্ত এই বাংলার!

ঠান্ডার দেশগুলো... ...বাকিটুকু পড়ুন

×