
আমি ব্যক্তিগত ভাবে প্রফেসর ইউনুস সাহেবের পক্ষে এই ব্লগে অথবা আমার বাস্তবিক জীবনে অনেকের সাথে তর্ক বিতর্ক করেছি, নিজে ইউনুস সাহেব কে সমর্থন করি এবং অন্য মানুষদের তাকে সমর্থনের উদ্বুদ্ধ করি । মাদার অফ অল ডেভিলস দিল্লীর দাসী খুনি হাসিনা ভাড়তে পালানোর পর দেশের হাল ধরেছেন এবং তিনি বাংলাদেশের সাথে বৈদেশিক সম্পর্ক স্থাপনে অথবা বাংলাদেশে বিদেশীদের বিনিয়োগে যে কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে এটি প্রশংসার দাবীদার । এত সব কাজ ইতিপুর্বে কেউ করেছে বলে আমি মনে করি না ।
আম্লিক বা বিএন পি সবাই লুটপাটের রাজনীতি করেছে ।
কিন্তু এর মানে এই না যে প্রফেসর ইউনুস যা করবে আমি সব কিছুতে তাকে সমর্থন দিয়ে যাব । না কখনই না । আমি তার কাজ কর্ম গুলো ইসলামের মানদণ্ডে পরিমাপ করব, যদি তার কাজ গুলো ইসলামের পক্ষে থাকে আমিও ইউনুস সাহেবের পক্ষে আছি অন্যথায় আমি তার বিপক্ষে এবং এ কাজের জন্য আমি তার বিরোধিতা করে যাব ইনশাআল্লাহ্ ।
প্রফেসর ইউনুস বর্তমানে নারী কমি/টমিশন যে যেন করছেন অথবা প্রস্তাবনা পেয়েছেন তা জুলাই ২০২৪ আন্দোলনের স্ট্যান্ডার্ডের বাইরে । হাজার হাজার ভাইয়েরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে এসব কাজের জন্য না । আন্দোলনে আহত বা নিহত কারো অবস্থান এসবের পক্ষে ছিল না ।
শেষ কথা আমি আশা করছি ইউনুস সাহেব এসব সংস্কারের নামে কুসংস্কার আমাদের ওপরে চাপিয়ে দিবেন না, তাহলে আপনারও অবস্থা দিল্লীর দাসী মত হবে ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




