আমি সামহোয়্যারইন ব্লগের একজন ব্লগার ও পাঠক, যদিও আমার পোস্টের সংখ্যা খুব বেশী নয়। আমার একটা প্রস্তাব আছে, সামহোয়্যারইন ব্লগের একটা ফোরাম করলে কেমন হয়? এখানে নিয়মিত ভাবে এমন কিছু লেখা আসে, যেগুলো নিয়ে দীর্ঘ আলোচনা বা তর্ক-বিতর্ক জমে ওঠে। ব্লগ ব্যাপারটা (ডিজাইনগত কারণে) এধরনের আলোচনার জন্য পারফেক্ট নয় বলে আমার কাছে মনে হয়। এক্ষেত্রে ডিস্কাশন ফোরাম অনেক সুবিধা দেয়।
কাজেই সামহোয়্যারইন ব্লগের যদি একটা ফোরাম থাকে, তাহলে খুব ভাল হয়। লক্ষ্য করলে দেখবেন, এখানে ৩০%-৪০% পোস্ট আসে যেগুলো নিয়ে দীর্ঘ আলোচনা/মতবিনিময় চলতে পারে। বর্তমানে 'স্টিকি' পদ্ধতিতে যে ব্যাপারটা করা হচ্ছে। কিন্তু একসাথে বেশী পোস্টকে তো আর 'স্টিকি' করা যায় না। এই পোস্টগুলিকে নিয়ে অনায়াসেই একটি ফোরাম হতে পারে।
একজন লেখক যদি আলোচনার সূত্রপাত করতে চান, তাহলে তিনি ফোরামে থ্রেড শুরু করবেন, আর না হলে সাময়িক অনুভূতি বা মতামত শেয়ার করার জন্য ব্লগ তো আছেই।
আবার প্রথম পাতা থেকে একটা পোস্ট সরে গেলেই সেটা পাঠকের চোখের আড়াল হয়ে যায়। ফোরাম হলে সেখানে পোস্টগুলোকে ক্যাটাগরি অনুযায়ী রাখা সম্ভব হবে। সেখানে ধর্ম/রাজনীতি/স্পোর্টস/ফটো/ফান ইত্যাদি অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে। অবশ্য শুরুতেই সেটা না করলেও চলে, এটা পরেও যোগ করা যেতে পারে।
এখানে আরেকটা ব্যাপার। ফোরাম মানে যে সম্পূর্ণ আলাদা একটা সাইট হতে হবে, তা কিন্তু নয়। 'প্রথম পাতা' -র পাশেই আরেকটা লিংক যোগকরা যেতে পারে 'আলোচনা' বা এরকম কোন নামে। তাহলে ব্লগার ও পাঠকদের অন্য সাইটে যাবার ঝামেলা থাকে না।
ফোরাম হলে কোন একটা বিষয় নিয়ে নতুন ব্লগাররাও খুব সহজে আলোচনায় অংশগ্রহন করতে পারবে, কারন সেখানে পোস্ট হারিয়ে যাবে না। আসলে ফোরাম ব্যাপারটা তৈরী করাই হয়েছে আলোচনা ও মত-বিনিময়ের জন্য, সেদিক থেকে ব্লগ ফরম্যাট-এর কিছু সীমাবদ্ধতা আছে।
আর সামহোয়্যারইন ব্লগে এখন পাঠকদের যে ধরনের অংশগ্রহন, তাতে একে শুধু ব্লগের কাঠামোতে সীমাবদ্ধ না রেখে, ব্লগার ও পাঠকদের জন্য আরো কিছু সুবিধা যোগ করা যেতেই পারে। এব্যাপারে আপনাদের মতামত আশা করছি।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




