রসু খাঁ কে এখন আমরা সবাই চিনি। জঘন্য অপরাধী, খুনি। কিন্ত তার অপরাধের ধরণ একটু আলাদা। ভালো একটা নাম আছে তার। সে ক্রমিক খুনি, সিরিয়াল কিলার। আমাদেরকে পাশ্চাত্য সভ্যতার আরেকটু কাছে নিয়ে গেছে সে।
ভয়ংকর প্রতিহিংসা পরায়ণতা বা অন্য কোন মানসিক বিকৃতি থেকে অকারণ হত্যা, সিরিয়াল কিলারদের এর চেয়ে বেশী কোন মোটিভ লাগে না। রসু খাঁ ও সেইরকম একজন খুনি, অকারণে মানুষ মেরেছে সে। ধ্বংস করেছে অনেকগুলো জীবন।
তার শাস্তি হওয়া উচিৎ, কঠিনতম শাস্তি। এব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে না। আমরা সবাই তার চরম শাস্তি দাবী করি। তার বেচে থাকার কোন অধিকার নেই।
হ্যাঁ, শাস্তি তার হবেই। নিশ্চয়ই হবে। কোন ছাড় সে পাবে না। সে তো কোন রাজনৈতিক অপরাধী নয়, তার নেই কোন গডফাদারের পৃষ্ঠপোষকতা। কাজেই সে ঝুলে যাবে ফাঁসির মঞ্চে, অনায়াসে। আমরা অপরাধীদের ক্ষমা করি না, কক্ষনো না।
সে তো দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেনি, সে তো সাধারণ মানুষের টাকা লুটে নিয়ে সম্পদের পাহাড় গড়েনি। সে করেছে মানুষ খুন। না না, এ তো মহা অন্যায়। সর্বোচ্চ অপরাধের সর্বোচ্চ শাস্তি চাই। জনগণের দাবী, শাস্তি তাকে পেতেই হবে।
মৃত্যুদন্ড হবে রসু খাঁ-র, শেষ হয়ে যাবে তার জীবন। অবসান হবে এক জঘন্য অপরাধীর। কিন্তু আমরা কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো? এই একটি মৃত্যু কি নিশ্চিত করবে আমাদের ভেতরে আর কোন রসু খাঁ নেই? আমাদের নিজেদের ঘরের কোনে, অন্ধকারে কারো ধুর্ত চোখ জ্বলে উঠছে নাতো?
রসু খাঁ, ওরা আমাদেরই লোক, ওরা আমরাই। নিজেরাই। আমাদের অন্ধ সমাজের বন্ধ কোণে আমরাই লালন পালন করি ওদের, একসাথে বেড়ে উঠি। তারপর একদিন, যেদিন ওদের হিংস্রা থাবা বেড়িয়ে আসে, আমরা ওদের চরম শাস্তির দাবী তুলি। ওদের আমরা মেরে ফেলি।
অবশ্যই ওরা মরবে। কিন্তু তার সাথে সাথে আমরা কি পারবো সমাজের মূল থেকে অপরাধের বীজটাকে তুলে ফেলতে? আমাদের ঘরে, আমাদের সাজানো বিছানায় ঘৃনিত অপরাধীরা নিশ্চিন্তে ঘুমায়; আর আমরা রাস্তায় মিছিলে দিন বদলের হুংকার দেই।
যতদিন ওরা নিশ্চিন্তে ঘুমাবে, ততদিন রসু খাঁ-রাও বেচে থাকবে। মৃত্যু হবে শুধু একজন বাবার, একজন অসহায় নারী হারাবে তার স্বামীকে। স্ত্রী-সন্তানদের এই ভদ্র, সুসভ্য সমাজের হাতে ছেড়ে দিয়ে চলে যাবে একজন রসু খাঁ।
[ছবিসূত্রঃ ইন্টারনেট]
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




