আজকে একটা ঘটনা আমাকে খুব অবাক করলো । আমার মা তার অফিশিয়াল কাজে গতকাল ঢাকা এসেছে। কাজ যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু না হলেও আম্মুর ঢাকায় থাকার কোন উপায় নাই, কারন তার ছুটি শেষ হবে ২৯ তারিখে। তাই ভাবলাম হাতে যখন দুই দিন সময় আছে, রংপুরে নানীর সাথে দেখা করার জন্য আম্মুকে পাঠাবো। ফোন করলাম কাউন্টারে, টিকিট বুকিং দেয়ার জন্য। আমি জানতাম যে বৃহষ্পতিবারের টিকিট পাওয়া খুব কঠিন, কারন শুক্রবার ও শনিবার ছুটি থাকায় ঢাকা থেকে অনেক লোক গ্রামের বাড়িতে যায়। তাই ফোনে যখন বললো যে আগামীকালের কোনো টিকিট নাই, আমি অবাক হইনি। এটাই স্বাভাবিক। আমি দুপুরে কল্যাণপুরে গেলাম শুক্রবারের টিকিট কাটার জন্য। গিয়ে যা দেখলাম তা কোনোদিন ভুলবো না। এতো মানুষ টিকিট এর জন্য দাঁড়িয়ে ছিল যে আমার মনে হলো পরশু দিন ঈদ!!! তো যাই হোক আমি এস.আর ট্রভেলস এর কাউন্টারে গেলাম। যাওয়ার পথে দেখলাম সবগুলো কাউন্টারের একই অবস্থা। আমি শুক্রবারের টিকিট এর কথা বললাম। আমাকে অপেক্ষা করতে বললো। দাঁড়ালাম। এক লোক আগামীকালের টিকিট কাটলো, রংপুরের। টাকা মাএ ৪০০ । আমি এবং ঐ লোক ২ জনেই অবাক হলাম। ঢাকা-রংপুর এর ভাড়া ৩০০-৩৫০ টাকা(ভালো পরিবহন গুলোতে)। আমরা বললাম সে কথা। কিন্তু তার একটাই কথা, ৪০০ টাকা ছাড়া টিকিট বিক্রি করা যাবেনা। কি আর করা ঐ লোক ৪০০ টাকা দিয়ে টিকিট কাটলো। আমি শুক্রবারের টিকিট কাটলাম(গাইবান্ধার) ২৫০টাকা দিয়ে।
আমার কথা হচ্ছে, মানুষ ২টা দিনের জন্য বাড়িতে যাবে সবার সাথে দেখা করার জন্য। কিন্তু এইসব লোভী লোকগুলোর জন্য আমাদের মত সাধারণ লোকদের সমস্যা হচ্ছে। প্রতিটি ঈদের কথা আর নাই বললাম। কমবেশী আমরা সবাই ভুক্তভোগী। ঈদের সময় এরা ডাকাত হয়ে যায়। এর কি কোনো প্রতিকার নাই???????
আমি নতুন একজন ব্লগার। এটাই আমার প্রথম লেখা। তাই যদি কোনো ভুল করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






