বিসমিল্লাহির রাহমানির রাহীম
ভুমিকা
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এবং সমস্ত দরূদ ও সালাম আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর। তার-পর:
শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যতীত কোন দেশ বা জাতি কোনদিন উন্নত হতে পারে নি। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ সোজা হয়ে দাড়াতে পারে না, হাঁটতে পারে না, চলাচল করতে পারে না; তেমনি শিক্ষা ব্যতীত কোন জাতি নিজ পায়ে দাড়াতে পারে না। বলা হয় থাকে, যদি কোন দেশ বা কোন জাতিকে ধ্বংস করতে চাও, তবে প্রথমে সে জাতি বা দেশের শিক্ষাকে ধ্বংস করে দাও। তাহলে অতি সহজে তা ধ্বংস করতে পারবে। শিক্ষার গুরুত্বের এটি একটি।
মানুষের বুদ্ধিবৃত্তির নামই হচ্ছে জ্ঞান। জ্ঞানই সব শক্তির মূল। যদি কোন মানুষ জ্ঞান লাভ না করে কোন সিংহ, বাঘ বা অন্য কোন হিংস্র জন্তু শিকার করতে যায়, তবে সে উল্টো হিংস্র পশুর শিকারে পড়বে। কেননা, হিংস্র জন্তু শিকার করা এবং এ থেকে বাচার কোন জ্ঞান তার কাছে নেই। মানুষের এ জ্ঞানশক্তির কাছেই সব বাধা আর সব শক্তি পরাজিত হয়েছে এবং হচ্ছে।
শিক্ষা বা ইলম এক অমূল্য ধন। টাকা-পয়সা অর্জন করা মোটামুটি সহজ। কিন্তু ইলম বা শিক্ষার মত ধন অর্জন করা খুবই কঠিন কাজ। অনেক অনেক দিনের চেষ্টা ও শ্রমের দ্বারা শিক্ষা বা ইলম নামক ধনটি অর্জন করা যায়। টাকা-পয়সা, ধন-সম্পদ ইত্যাদি চোর-ডাকাত দ্বারা চুরি বা নষ্ট হতে পারে। কিন্তু ইলমকে কেউ কোন দিন চুরি করতে পারে না। সে যতই বা নামকরা চোর হোক। ধন-সম্পদের মূল্য নির্ধারণ করা যায়, কিন্তু ইলম এর দাম কেউ এ পর্যন্ত নির্ধারণ করতে পারে নি। এ ইলম বা শিক্ষার সংজ্ঞা, ফযীলত, বিধান, ইলম অর্জনকারীর আদব এবং লক্ষ্যসমূহ, তা অর্জনে সহযোগী বিষয়, ইলম অর্জনের বিভিন্ন পদ্ধতি ও কিছু ভুল-ভ্রান্তি, যা থেকে সতর্ক থাকা উচিত.. ইত্যাদি বিষয়সমূহ সম্পর্কে এখানে আলোচনা করব ইন-শা-আল্লাহ (আল্লাহ্ যদি ইচ্ছা করেন)।
(চলবে)
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




