* ড. আব্দুল গনী ইবন্ আহমাদ মুযাহহার আত-তামীমী
* অনুবাদ : আব্দুর রহমান
-----------------------------------------------------
আমাদেরকে আপনাদের কামান একদিনের জন্য ধার দিন...
আপনাদের চোখের জল নয়..
আমাদেরকে ধার দিয়ে আপনাদের স্থানেই থাকুন..
হে মুসলমান! আমাদের ব্যথা আপনাদের ব্যথা ছিল..
আমাদের মরণ আপনাদের মরণ ছিল..
যদি বন্যা আমাদের রাস্তা ভিজিয়ে দেয়...
আপনাদের রাস্তাও তা থেকে ভিজে যাবে...
আমাদের হাহাকার আকাশ ফুঁড়ে উপরে ওঠে...
কিন্তু আপনাদের কান কোথায় আছে?
***
আমরা কি ধর্মের ভাই ছিলাম না..
আগে ছিলাম... এখনও আছি...
আমরা কি অপমানিত হয়েছি.. নাকি আপনারা?
আমরা ব্যথায় চিত্কার করি.. আর আপনারা বলেনঃ থাক্ না!
আপনাদের কি ভাল লাগবে যখন হারিয়ে যাব..
আপনাদের কি ভাল লাগবে যখন ক্ষুধার যন্ত্রনায় কাতরাব??
এ কথার অর্থ কী? 'আপনাদের মন আমাদের সাথে'??
আমাদের সাথে আপনাদের সম্পর্ক আছে.. মহান আল্লাহর শপথ! তা অনেক গুণ!!
আমাদের সাথে আপনাদের সম্পর্ক আছে..
আপনারা তা ছিন্ন করবেন এবং আমাদের শরীরও ছিন্ন করবেন??
আল্লাহ রক্ষা করুন..
নিশ্চয়ই মুসলামানরা আমাদেরকে মানা করবে এবং আপনাদেরকেও..
আমরা কি - হে মুসলমানগণ! - পরস্পর ভাই নই?!
তাওহীদের ছাতা কি আমাদেরকে একত্রিত করে না?!!
আমাদেরকে আপনাদের কামান ধার দিন...
আমরা দেখেছি চোখের পানি..
চোখের পানি আমাদের কোন ব্যথা সারায় না..
আমাদের কোন শান্তি দেয় না..
শান্তি দেয় না...
আমাদেরকে শরীর ভেদ করে এমন টেটো বা বুলেট ধার দিন..
আমাদের কোন গমের দরকার নেই..
কোন ভাতের দরকার নেই..
আমাদের তাবুতে কয়েকদিন চলে যায়..
রুটি ও লবণ ছাড়া কিছু থাকে না..
আমরা ক্ষুধার ভয় করি না.. ক্ষুধাও আমাদেরকে ভয় দেয় না..
যদি ক্ষুধা আসে তবে..
এ মুঠো খেজুর দিয়ে সেরে ফেলি..
আমাদেরকে আপনাদের কামান ধার দিন.. এবং সৎ (?) উপদেশ ছেড়ে দিন..
উপদেশ শুনতে শুনতে তা অসহ্যনীয় হয় উঠল..
আমাদেরকে ধার দিন.. এক বিঘত হলেও ধার দিন..
যাতে মাসজিদুল আকসার রক্ষা করা যায়..
আপনারা কি চান, মাসজিদুল আকসা পৃথিবীর বুক থেকে মুছে যাক??
এবং সাথে আমরা (মুসলমানরা)ও মুছে যাই???
আমাদেরকে ধার দিন এবং দোষরোপ করা থেকে বিরত থাকুন..
দোষ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি...
***
(চলবে)
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৭ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




