আমরা সব সময়ই সব কিছুই একটু EXTRA CARE পেতে চাই......যখন আমরা ছোট ছিলাম তখন আমরা চাইতাম যে আমাদের ছোট ভাই-বোনদের থেকে আমাকে একটু আলাদা খেয়াল করা হোক ….একটু EXTRA CARE নেয়া হোক...!!!!
আর তাই তো নিজের অজান্তেই কত না কান্ড করেছি ছোটবেলাই ... যখন স্কুলে যাওয়া শুরু করি...তখনও কিন্তু চাইতাম শিহ্মকেরা যেন আমাকে একটু EXTRA CARE নেয়... যখন স্কুল ছাড়িয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গেলাম তখনও চাইতাম যেন আমার বন্ধুরা একটু EXTRA CARE করে... Specially মেয়েরা......!!!আর এখন কর্মহ্মেত্রেও চাই কিভাবে বস এর একটু EXTRA CARE নজরে আশা যায়...।
এই EXTRA CARE এর সুফল যেমন আছে তেমনি আছে কুফল...। EXTRA CARE পাওয়ার আশায় আমরা মাঝে মাঝে খারাপ বা অসৎ কাজ করতেও পিছু’পা হয়না...
আসলে এই EXTRA CAREই আমাদের মাঝে EXTRA চাহিদার সৃষ্টি করে... আর যার জীবনে চাহিদা যত বেশী তার জীবনে না পাওয়ার বেদনাও তত বেশী... ধীরে ধীরে এটি আমাদের মাঝে হতাশার সৃষ্টি করে...যা আমাদের সবার জন্যয় ক্ষতিকর...।
তাই আমরা যদি আমাদের এই EXTRA CARE পাওয়ার মানুষিকতার পরিবর্তন করতে পারি... আমরা যদি আমাদের এই EXTRA চাহিদা কমিয়ে আনতে পারি তবেই আমাদের না পাওয়ার বেদনাও/হতাশা কমে আসবে, সাথে সাথে আমাদের সমাজ থেকে খারাপ ও অসৎ কাজ নিঃচিহ্ন হয়ে যাবে......!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




