আমার ইহজিন্দেগীর প্রথম পোষ্ট এইটা। সামু হাতাইতাসি মাস দুয়েক হবে। বহুত পোষ্ট পড়া হইসে কিন্তু পোষ্টের তলে যাইয়া আর comments দিবার পারি নাই। মনের ঝাল, হৃদয়ের কথা কোনোটাই ব্যক্ত করতে পারতাম নাহ। তাই শেষ পর্যন্ত ডাইলে-চাউলে মিশাইয়া একটা পোষ্ট না দিয়া আর পারলাম নাহ। এখন এইটা প্রথম পাতায় জায়গা পাইব কিনা তা উপরওয়ালা জানে আর জানে মডু ভাইয়েরা ।
আগেই বলসি বহুত পোষ্ট পইড়া ফালাইছি এর মধ্যে, জ্ঞান আহরণ ও হইছে সমানুপাতে। লগে দিয়া confused ও কম হই নাই।
সবচেয়ে বেশি confused হইসি ধর্মের ব্যপারে।জিনিসটা এম্নেতেই বিশ্বাসের উপর খারাইয়া আছে, লগে আছে কিছু মীথ- যাতে যুক্তির তোরে মাঝে মাঝেই ফাটল ধরে। সমস্য হইল নাস্তিকরা যে ফাটল ধরায়, আস্তিকরা তাতে সুপারগ্লু দিয়া জোড়া লাগাইতে পারে খুব কমই। আর নাস্তিকতা নিয়া লেখা পোষ্টগুলাও ভাল হিট খায়।
আরো কয়েক কিসিমের পোষ্ট আসে যেইগুলা হরহামেশাই হিট খায়, এর মধ্যে আসে ১৮+ পোষ্ট, নারী-পূরুষ বিষয়ক পোষ্ট, চলতি কোনো (স্বদেশী/পরদেশী) উত্তেজক বিষয়ে রাজনৈতিক পোষ্ট , ফানপোষ্ট ইত্যাদি ইত্যাদি ..... তয় মাঝে-মধ্যে কোনো নারী নিক বিশিষ্ট লেখিকা অথবা লেখকদের পোষ্টও ফাও এর উপ্রে হিট খাইতে থাকে।
ভাই আর পারতাছি না ..... বাংলায় টাইপ করতে বহুত ধৈর্যের দরকার ।
আরেকটা কথা, আমার চিন্তা-ভাবনা গুলা একটু ছাড়া-ছাড়া ধরণের, তাই লেখা টাও সেই পথ ধরছে।
তয় টেনশন লইতাছি নাহ, এই খানে আল্লাহ দিলে অনেক কামেল পাব্লিক আছেন, তাগো হাত ধইরা এক সময় লাইনে উইঠা যামু, আশা করি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ রাত ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




