সবাই ঈদের আনন্দে মাতোয়ারা। আজ আমরা উৎসব মুখর। নতুন পোশাক পড়ে নতুন সাজে সজ্জিত হয়ে বাড়ি বাড়ি ঘুরছি, ঈদের অফুরান আনন্দে, নান্দনিকতার অপরূপ ছন্দে মেতে ওঠছি,হর্ষে উল্লাষে পার করছি প্রতিটা মুহূর্ত।
কিন্তু কীভাবে কাটালো ঈদের দিনটি ৫ ই মে উম্মাদ হায়েনা পুলিশ ও ছাত্রলীগের বুলেটের আঘাতে শহীদ আনোয়ার শাহের একমাত্র ছোট বোনটি?
শহীদ জোবায়েরের শোকসন্তপ্ত পরিবার কি উপভোগ করতে পেরেছে ঈদ আনন্দ? কে শোনালো হাফেজ জাহেদের আব্বা আম্মাকে সান্ত্বনার বাণী?
৫ ই মে শাপলা চত্বর গণহত্যা, তাজরিন ফ্যাশন ও রানা প্লাজা ট্র্যাজেডিতে যারা মৃত্যু বরণ করেছে 'তাদের স্বজনদের গগনবিদারী আর্তনাদ মুহূর্তের জন্যও কি খোদার আরশ কাঁপিয়ে তুলবে না?
নিকষ কালো ধোঁয়া হয়ে আকাশপানে উঠে যাওয়া কষ্টগুলো কি ফিরে আসবেনা তাজরিন, রানা প্লাজা ও শাপলা চত্বর গণহত্যার আদেশদানকারী, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীর প্রতি? إن الله علي كل شيئ قدير আল্লাহ তাআলা সবকিছুই পারেন ৷ তাজরিন রানা ও শাপলা চত্বরের চেয়ে ও ভয়াবহ কোন বিপদে জড়িয়ে চুরমার করে দিতে পারেন সাময়িক ক্ষমতা পেয়ে অহংকারে সীমালংঘনকারীদের দম্ভ!
৩২ নম্বরের সামনে দুই হাত আকাশের দিকে উঠিয়ে আর্তনাদ করে কেঁদেছিলেন হাসিনা! স্বজন হারানোর ব্যথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন তিনি? উল্টো বিভিন্ন রকম বিতর্কিত কথা বলে শহীদের রক্তের চরম অপমান করেছেন।
হে আল্লাহ! আমাদেরকে এ জালেমের জুলুম থেকে হেফাজত কর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




