১
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, দেশের কোন ক্ষতি মনে করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সাথে টিপাই মুখ বাধ নির্মানের প্রতিবাদ করেবন। প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ফিরে দেখা:
পাকিস্তান আমলে নোট বইয়ে একটি প্রশ্ন ছিল, "পাকিস্তান কি একটি কল্যাণমূলক রাষ্ট্র?" উত্তরে লেখা ছিল, "পহেলা মার্চের বেতার ভাষনে ফিল্ড মার্শাল আয়ুব খান বলেছেন পাকিস্তান একটি কল্যাণমূলক রাষ্ট্র। অতএব, পাকিস্তান কি একটি কল্যাণমূলক রাষ্ট্র।"
২
একজন মন্ত্রীর অদক্ষতার কিছু চিত্র তুলে ধরে ওই মন্ত্রণালেয়র আমলারা বলেন, ফাইল বোঝা তো দূরের কথা, তিনি ফাইলই পড়েত জানেন না । স্কুলের বাচ্চাদের যেভাবে বোঝাতে হয়, তাকেও সেভাবে বোঝাতে হয়। কিছুদিন আগে ওই মন্ত্রী শ্রমিক লীগ নেতাদের একটি তদবির জরুরি ভিত্তিতে তৈরি করে আনার জন্য নির্দেশ দেন সচিবকে। মন্ত্রীকে জানানো হল, 'রুলস অব বিজনেস অনুযায়ী এটা আমরা করতে পারি না। মন্ত্রীকে একথা জানানোর পর তিনি জবাব দেন, এখানে বিজনেস পেলেন কোথায়? মন্ত্রীকে বিষয়টি বোঝানোর পর তিনি কিছুটা লজ্জিত হলেন।
ঘুরে দেখা:
প্রফেসর লী'কে কোরিয়ার MRI মেশিনের জনক বলা যায়। তিনিই প্রথম কোরিয়ান MRI মেশিন তৈরী করেছিলেন এবং তা এখন পর্যন্ত হাসপাতালে ব্যবহার হচ্ছে। এবছর তিনি MRI মেশিনের উপর কয়েকটি research funding এর আবেদন করেছিলেন। সরকার তাকে এই বলে ফিরিয়ে দেয় যে, কোরিয়ান MRI মেশিন আর সিমেন্স বা জি ই এর সাথে প্রতিযোগিতায় পারবে না। অতএব MRI এর উপর আর funding হবে না। প্রফেসর লী এখন Ultrasonogram using Elastic Imaging এর উপর কাজ করবেন। কোরিয়ান সরকার Ultrasonogram মেশিনের বিশ্ববাজার ধরতে চায়।
এসব অপদার্থ, চাটুকার, বিশ্বাসঘাতকদের ছুড়ে ফেলে নতুন নেতৃত্বের পিছনে ঐক্যবদ্ধ হই।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




