(২১.০১.০৯)
আমরা কোন পথেই হাঁটতে পারি নি
কারণ কোন পথই খোলা ছিল না
বস্তুত কোন জায়গাই খালি ছিল না
ইতিমধ্যে সমস্ত পরিচিত ভূমি পথ হয়ে গিয়েছিল।
পথের ভীড় খুব বেড়ে গিয়েছিল
কেউ আর এগুতে পারছিল না
কেন না এগুবার জায়গা ছিল না
তাই সব পথ বন্ধ হয়ে গিয়েছিল।
একমাত্র ফ্লাটের বেলকনিতে পায়চারি করা যেতো
আমরা তাই কোন পথেই হাঁটতে পারি নি
কারণ কোন পথই খোলা ছিল না
বস্তুত কোন জায়গাই খালি ছিল না
ইতিমধ্যে সকল পরিচিত ভূমি পথ হয়ে গিয়েছিল
এবং কোন নতুন ভূমি তৈরি হয় নি
নতুন ভূমি তৈরি করার দরকার ছিল
কিন্তু নতুন ভূমি তৈরি হচ্ছিল না
নদীগুলো নাব্যতা হারিয়েছিল
তারা আর পলি আনতে পারছিল না।
কেউ কেউ মাথায় করে কিছুটা পলি আনতে পেরেছিল
কিছুটা ভূমি তৈরি করেছিল
কিন্তু সেটা ছিল খুবই কম
সেখানে বড় জোর কুঁকড়ে শুয়ে থাকা যায়
পথ বানানো যায় না।
আমরা তাই যে যার মতো হাঁটু মুড়ে শুয়েছিলাম
কারণ হাঁটবার মতো পথ আমরা তৈরি করতে পারি নি-
আর কোন পথই খোলা ছিল না
বস্তুত কোন জায়গাই আর খালি ছিল না
ইতিমধ্যে সমস্ত পরিচিত ভূমি পথ হয়ে গিয়েছিল
কেউ আর এগুতে পারছিল না
তাই সব পথ বন্ধ হয়ে গিয়েছিল
নদীগুলো নাব্যতা হারিয়েছিল
তাই নতুন ভূমি তৈরি হচ্ছিল না
নদীগুলো খনন করা যায় নি
কেউ নদীগুলো খনন করতে পারে নি।
তাই, আমরা কোন পথেই হাঁটতে পারিনি
কারণ কোন পথই খোলা ছিল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


