সেই পথে যেতে হবে
যেতে হবে সেই পথে
যেই পথে জেগে থাকে পথ
যেই পথ জানে সব পথিকের ভাষা
যেই পথে জেগে থাকে পথের পিপাসা।
সেই পথে যেতে হবে
যেতে হবে সেই পথে
যেই পথে জেগে থাকে ভিটা
যেই পথে জেগে থাকে ঘর
প্রাচীন গ্রামের সাথে নবীন নগর
কবির বুকেতে জাগে উড়ানীর চর।
সেই পথে যেতে হবে
যেতে হবে সেই পথে
যে পথে জাগিছে মাতা পাতিয়া আঁচল
জাগিছে প্রেয়সী জাগে প্রেমের কাজল
পূর্ব-পুরুষ জাগে মাটির মায়ায়
পিতার দু’চোখ জাগে বটের ছায়ায়
মমতার রাখী হাতে জাগে ভাইবোন
জাগিছে অচেনা-চেনা বন্ধু-স্বজন।
সেই পথে যেতে হবে
যেতে হবে সেই পথে
যেই পথে জাগে ছেলেবেলা
যেই পথে উড়ু উড়ু মন
যেই পথে কিশোরের ভেলা
যেই পথে জাগিছে স্বপন।
সেই পথে যেতে হবে
যেতে হবে সেই পথে
যেই পথে জাগে নদী, ফসলের মাঠ
জাগে মাঝি খেয়াতরী, জাগে খেয়াঘাট
ভাওয়াইয়া জাগে আর জাগে ভাটিয়ালি
গাজীর গীতের সাথে জাগিছে পাঁচালী।
যেই পথে জাগিছে অচেনা
যেই পথে জাগিছেন সাঁই
যেই পথে দেখি অদেখারে
যেই পথে হাঁটিছে নিমাই।
সেই পথে যেতে হবে
যেতে হবে সেই পথে
যেই পথে নাই ভেদাভেদ
যেই পথ মন-দর্পণ
যেই পথে নাই বেচা-কেনা
যেই পথে জাগিছে লালন।
যেই পথে সুখে-দুখে জাগে মেঠো সুর
বাঁশিতে বাঁশিতে জাগে রাধার নুপূর
জাগে পালা-পার্বণে জীবনের রং
নবান্ন জাগে আর জাগিছে আড়ং।
সেই পথে যেতে হবে
যেতে হবে সেই পথে
যেই পথে জাগে প্রতিবাদ
যেই পথে জাগে প্রতিরোধ
যেই পথে জাগে মেহনতী
জনতার ধূমায়িত ক্রোধ।
যে পথে শ্লোগান জাগে মিছিলে মশালে
কাস্তে হাতুড়ী জাগে চেতনার পালে
রক্ত-শপথে জাগে তার সম্মান
জাগে মহাজীবনের চির-আহবান।
সেই পথে যেতে হবে
সেই পথে যেতে হবে
যেতে হবে সেই পথে
যেই পথে জেগে থাকে পথ
যেই পথ জানে সব পথিকের ভাষা
যেই পথে জেগে থাকে পথের পিপাসা।
সেই পথে যেতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


