আমি সন্তুষ্ট বিশ্বকাপের উদ্ভোধনি অনুষ্টান দেখে। কিণ্তু আমার এক জায়গায় কিছু না বললেই নয়। অনেক শিল্পি গান করলো এবং বলবো ভালই গাইলো। তারপরও বলতে হয় যেখানে মমতাজের মত একটা শিল্পি গান করার জন্য আমন্ত্রন পেল সেখানে জেমসে্র আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি গানটা গাওয়ানো হলো না। এই গানটা বাংলাদেশে ইতিহাসকে উপস্হাপন করতো। আর মমতাজ এসে গাইলো পোলাতো নয় সে যে আগুনের গোলা। দুঃখরে দুঃখ...........
বিশ্বকাপের উদ্ভোধনি অনুষ্টানে গান করলো মিলা কিন্তু গান করানো হলোনা আইয়ুব বাচ্চুকে। কষ্ট লাগেরে কষ্ট লাগে..........
মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক টেনশান করে আমাদের সরকার। তাহলে আজম খান কে একটা সুযোগ দিলে মনে হয়না খুব খারাপ হতোনা মনে হ্য়। কারন মিলা আর মমতাজ যদি গান করলে অনুষ্টান প্রসংশা পায় তবে ওরা গান করলে অনুষ্টান টা তো ভাল হওয়ারই কথা.............ইতিহাস তাই বলে
প্রিয় ব্লগার ভাই গন আপনাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু এটা আমার নিজের মত।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




