
ইসলামী আন্দোলন বাংলাদেশের মেডিক্যাল ক্যাম্প..
ভিবিন্ন ক্যাম্পে প্রতিদিন রোহিঙ্গারা পাচ্ছে সাস্থসেবা

"খতিবে আজম সেতু"
এই সেতু লক্ষাধিক মজলুম মানুষের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই'র উপহার।
কুতুপালং মেইনরোড হতে দু' কিলো ভিতরে বিশাল পাহাড় জুড়ে নতুন ক্যাম্প। লক্ষাধিক রোহিঙ্গার আশ্রয়। নতুন ও পুরাতন ক্যাম্পের মাঝখানে মধুর ছরা নদি। প্রতিদিন হাজার হাজার মজলুম রোহিঙ্গা নদির পানিতে নেমে যাতায়াত করে। বৃষ্টি হলে সৃষ্টি হয় মারাত্মক স্রোত। আটকে পড়ে মানুষ। ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ সমন্বয় কমিটি কেন্দ্রের নির্দেশে দুই ক্যাম্পের মাঝখানে যাতায়াত সুবিধার জন্য সেতু নির্মাণ করলেন। চট্টগ্রামের অবিসংবাদিত আলেম, বরেণ্য রাজনীতিবিদ খতিবে আজম ছিদ্দক আহমাদ রহ. -এর স্মরণে সেতুর নামকরণ করা হয়েছে " খতিবে আজম সেতু"

গৃহ নির্মাণ করছেন রোহিঙ্গা শিবিরের হিরো খ্যাত কেন্দীয় নেতা সাকি ভাই

করছেন প্রায় কয়েক শতাধীক টয়লেট, গোসলখানা..


রাজপথেও উত্তাল..
সুচির গালে গালে, জুতা মার তালে তালে...
মায়ানমারে হামলা কেন জাতিসঙ্গ জানতে চাই




হাজারের উপরে ঘর, ৬০/৭০টা নলকুপ, ৩ টা লঙ্গরখানা খুলে দুবেলা খাবার সরহরাহ করে যাচ্ছে অবিরত

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



