আধুনিক জড়বিজ্ঞানের দৃষ্টিতে জড় ছাড়া কিছুই নেই, অথচ সেই জড়বিজ্ঞানের দৃষ্টিতে ধরা যায়না মনকে। মন কি জড়বস্তু ? উত্তর খুঁজেছেন ফিজিসিস্ট, বহুমুখী প্রতিভার অধিকারী এরভিন শ্রয়েডিংগার, তার মাইন্ড এন্ড ম্যাটার বইয়ে। শেষ কথা অবশ্য বলা হয়নি কোন বিজ্ঞানের বইয়ে। ইন্দ্রিয়ে মন সংযুক্ত না হলে সেটা প্রবেশ করে না মস্তিষ্কে অতএব মস্তিষ্কই সব নয়। এমন ঘটনা পৃথিবীতে রয়েছে যে,কোন লোকের মস্তিষ্কে গুলি বিঁধেছে, কিন্তু তার মন- স্মৃতি- চেতনা পৃথিবীতে রয়েছে অটুট। Nde বা নেয়ার ডেথ এক্সপেরিয়েন্স নামে যে রেকর্ড রাখা হয় ইউরোপ আমেরিকার হাসপাতালে, সেখানে এমন বহু দৃষ্টান্ত রয়েছে যে অজ্ঞান অবস্থায় দেহে কয়েক ঘন্টার অস্ত্রোপাচারের পর রোগী হুবহু বর্ণনা দিচ্ছে অপারেশনের। এইভারে মন মস্তিষ্ক থেকে ভিন্ন, যদিও মন মস্তিষ্কের সাহায্য নিয়ে কাজ করে। মন রয়েছে, মনোবিজ্ঞানী স্বীকার করেন(না হলে মনোবিজ্ঞান শব্দটি অর্থহীন।) । মন কি? মনের রাসায়নিক সমীকরন কি? কেউ জানে না। মন খারাপ থাকলে পেসার বাড়ে, দুশ্চিন্তা জন্ম দেয় হৃদ রোগের। অতএব মনকে অস্বীকার করা যায় না।বৈদির শাস্ত্র ও ভগবদ্গীতা অনুসারে, মন সুক্ষ্ম জড় বস্তু(subtle matter)। 'ঘটনাচক্রে' আপনা থেকে কিভাবে উদ্ভুত হতে পারে অত্যাশ্চর্য অনুভব যন্ত্র 'মন', যা বিজ্ঞানীরা কোটি ডলার ব্যয় করেও দিতে পারেননি রোবটকে ?
উৎস : হরে কৃষ্ণ সমাচার
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




