আজ আমি সব নিলামে উঠাব
আমার হৃদপিণ্ড, নিরেট মস্তিষ্ক,
শ্রবণইন্দ্রিয় , আমার চক্ষু সব ।
শুনছি ,ভালোবাসা নাকি
হৃদপিণ্ডে জন্মায় ।
এই জন্মান্ধ, ভালোবাসাহীন হৃদপিণ্ড
তাই নিলামে উঠিয়েছি ,কেউ কি নিবে??
খালি দশ...খালি দশ...
দেখতে দেখতে
জীবনের দশক কেটে গেল তিনবার
ফিরে ফিরে এলো কত বসন্ত
অথচ
এ হৃদপিণ্ড খুজেঁ পেলনা কোন আধাঁর ।
তাই প্রতারিত এ আমি
হৃদপিণ্ডই নিলামে উঠাব;
কেউ কি নিবে ??
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




