মন উড়ে যেতে চায় ,
দুরে বহু দূরে। যেখানে শুধু প্রেমময় জীবন।
ঐ পাহাড়ের চূড়ায়,
যেখানে পাহাড় আর মেঘেদের চুম্বনস্থল।
মন যেতে চায় মোহনায়,
যেখানে সাগর নদী মিলিত হয় ।
মাটি আর আকাশের মধুর প্রনীত,
দিগন্তে ছুটে যেতে চায় মন।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১০ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




