মাত্র আট দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু। তাই তো বিশ্বকাপ উন্মদনা বিশ্ব জুড়ে। সে দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও।প্রতিটি অংগনে একটাই আলোচনা বিশ্বকাপ ফুটবল। আমাদের শোবিজ অংগনের কয়েকজন তারকার পছন্দের খেলোয়াড় এবং দেশ।
অভিনেত্রী তানভীন সুইটির পছন্দের দল ব্রাজিল , আর্জেন্টিনা ও ইতালী । কারন ভাল দেশ গুলোর খেলা দেখতে তার ভালো লাগে । গোটা বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ইচ্ছা তার আছে । প্রয়োজনে শুটিং শিডিউল পরিবর্তন করে খেলা দেখবেন।
সুমাইয়া শিমুর প্রিয় দল আর্জেন্টিনা । কারন সেই ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার প্রতি দুর্বল। বাসার সদস্যদের সাথে বসে তিনি খেলা দেখতে চান। তিনি চান তার প্রিয় দল শিরোপা জয় করুক।
লাক্স তারকা বিদ্যা সিনহা মিমের প্রিয় দল ব্রাজিল।ব্রাজিল শুধু তার একার পছন্দের দল না । পরিবারের প্রতিটি সদস্য ব্রাজিল দলের প্রতি দুর্বল।
চিত্রনায়ক ও মডেল ইমনের প্রিয় দল আর্জেন্টিনা। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার ভক্ত । তিনি চান তার প্রিয় দল এবারে বিশ্বকাপ ঘরে তুলে নিবে।
অভিনেত্রী ও মডেল মৌসুমী বিশ্বাসের প্রিয় দল আর্জেন্টিনা । সেই কৈশোর থেকে তিনি এই দলের ভক্ত । মেসির খেলা তিনি দারুন এনজয় করেন । মজার মজার রান্না করে পরিবারের সবার সাথে বসে খেতে খেতে খেলা দেখতে বেশী পছন্দ করেন।
নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়ার পছন্দের দল আর্জেন্টিনা । ছোটবেলা থেকেই আর্জেন্টিনা তার প্রিয় দল । তার পছন্দের দল শিরোপা জয় করলে তিনি খুবি আনন্দিত হবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




