নারায়ণগঞ্জ শহরের এক বাসায় নির্যাতনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু গৃহপরিচারিকা।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া সুখি (১০) চাঁদপুর সদর এলাকার খোকন পাঠানের মেয়ে।
জামতলা এলাকায় হাজী কামালের বাড়িতে ডিসেম্বরের ৫ তারিখে গৃহপরিচারিকার কাজে যোগ দিয়েছিল সে।
বাবা খোকনের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বলেন,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুখি গৃহকর্তা এবং গৃহকর্ত্রীর হাতে নির্যাতনের কথা তার বাবাকে জানিয়েছে।
খোকন পুলিশকে বলেছেন, না বলে বিস্কুট খাওয়ার কারণে গত ৮ ডিসেম্বর গৃহকর্তা ও গৃহকর্ত্রী দুজনে মিলে সুখির মাথা দেওয়ালে ঠুকে দেন।
এরপর চিকিৎসা না করিয়ে তার ফুফুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।ফুফু তাকে প্রথমে শহরের খানপুরে অবস্থিত ২শ’ শয্যার হাসপাতালে এবং পরে জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
অবস্থার অবনতি ঘটায় সোমবার সুখিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যায় সে।
এ ঘটনায় সুখির বাবা খোকন একটি হত্যা মামলা করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



