পূর্ব ঘটনার জের ধরে গতকাল বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের বাসে অগ্নিসংযোগ করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করে। ওই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপী ওই মানববন্ধন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শুরু হয় এবং এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধনটি বিশ্ববিদ্যালযের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে কামাল-রণজিত (কেআর) মার্কেটের সামনের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে। মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের ওপর বার বার সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান এবং এ বিষয়ে সরকারের হস্তক্ষেপও কামনা করেন। এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহিরাগত সাতজনের নাম উল্লেখপূর্বক প্রায় ২৫-৩০ জন অজ্ঞাতনামাকে আসামী করে ময়মনসিংহ কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহকারী ফোরম্যান মাহমুদুল হক। তবে পুলিশ এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছেন বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের ২০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ওরফে রিপন, যুবলীগ নেতা মোহসীন, সুমন, আজিুজুল ও সোহাগ। মামলায় উল্লেখিত বাকী নামধারী আসামীরা হলেন, জসিম, রনি, জীবন, জামাল, রাফিউল হাসান রনিন, নাসিত কামাল কিরণ ও সুমন। এদিকে আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এ ব্যাপারে বাকৃবি ছাত্রলীগের সভাপতি শামছুদ্দীন আল আজাদ এবং সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বার বার বহিরাগতদের হামলা এবং গতকাল বাসে অগ্নিসংযোগের ঘটনা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই ঘটনায় জড়িতদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন,“ ওই ঘটনার প্রতিবাদে বাকৃবিতে আজ (বৃহস্পতিবার) সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে ছাত্র সংগ্রাম ঐক্য পরিষদ গঠন করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
বাকৃবির বাসে অগ্নিসংযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, ক্লাশ-পরীক্ষা স্থগিত, গ্রেপ্তার ৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।