নন্দিত কথা সহিত্যিক ড. হুমায়ূণ আমেদের এর প্রথম কর্মজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিকতার মাধ্যমে শুরু হয়েছিল বলে সর্বত্র প্রচার করা হচ্ছে। কথাটি তথ্য নির্ভর নয়। তাঁর প্রথম কর্মজীবন শুরু হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগে শিকতার মধ্যমে। বাকৃবিতে অনুষ্ঠিত একটি হল সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথর ভাষণে ড. হুমায়ূণ আহমেদ নিজেই এ কথ বলেছেন। প্রফেসর ড. করিম তাঁকে বাকৃবিতে নিয়ে গিয়েছিলেন বলে তিনি জানান। ঐ ভষণে তিনি আরো বলেছিলেন যে, জীবনে প্রথম কর্মজীবনের বেতনের অনেকগুলো টাকা পেয়ে তিনি খুশিতে আটকানা হয়ে, পকেটে টাকা পুরে ব্রম্মপুত্র নদের পাড় দিয়ে হেটে হেটে ময়মনসিংহ শহরে গিয়ে পেট ভরে খেয়েছিলেন। পরবর্তিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগ দিয়েছিলেন। ময়মনসিংহ শহরে মুসলিম ইনস্টিটিউশনের আর এক অনুষ্ঠানে আমার অনুরোধে পেেিত তিনি কৃষিবিদদের নিয়ে নাটক লেখার কথা দিয়েছিলেন। প্রথম কর্মজীননের স্মৃতির প্রতি সম্মান জানতে তিনি এ কথা বলেছিলেন।
তিনি আজ আমাদের মাঝে নেয়। তাঁর কর্ম ও জীবণ নিয়ে প্রচুর গবেষণা ও আলোচনা হবে নিঃসন্দেহে। ব্যক্তির কর্মই প্রতিষ্ঠানকে বিখ্যাত করে। প্রতিষ্ঠানের সাথে এ ধরণের ব্যক্তিত্ব এর নাম জড়িত থাকা নিঃসন্দেহে গেীরবের। এ জন্যে সত্য প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। আমি তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
আপনারই-
ড. নিয়াজ পাশা
সার্ক এগ্রিকালচার সেন্টার
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১২ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




